ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আদালত থেকে পালানো আসামি ইয়াবাসহ গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
আদালত থেকে পালানো আসামি ইয়াবাসহ গ্রেফতার

চট্টগ্রাম: আদালত প্রাঙ্গণ থেকে পালিয়ে যাওয়া মাদক মামলার আসামি শামসুল হক বাচ্চুকে ইয়াবাসহ ফের গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

রোববার (২২ জানুয়ারি) সকাল ১০টার দিকে সীতাকুণ্ড থানার ভাটিয়ারী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

এর আগে গত ৫ জানুয়ারি বিকেলে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে পালিয়ে যায় আসামি বাচ্চু। এ ঘটনায় ৬ জানুয়ারি নগরের কোতোয়ালী থানায় সদর কোর্ট পরিদর্শক জাকের হোসাইন মাহমুদ বাদী হয়ে মামলা দায়ের করেন।

গ্রেফতার শামসুল হক বাচ্চু (৭০), কুমিল্লার কালীরবাজার ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড এলাকার মৃত রহমত আলীর ছেলে।  

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বাংলানিউজকে বলেন, চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে পালিয়ে যাওয়া শামসুল হক বাচ্চুকে ৩৭ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৭টি মামলা রয়েছে। সোমবার (২৩ জানুয়ারি) বাচ্চুকে আদালতে পাঠানো হবে।

এর আগে শামসুল হক বাচ্চু পালিয়ে যাওয়ার ঘটনায় চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) আসাদুজ্জামানকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছিল।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৪ জানুয়ারি দুপুরে চন্দনাইশ থানার উত্তর গাছবাড়িয়া এলাকার মহাসড়কে বিশেষ চেকপোস্ট বসায় চন্দনাইশ থানা পুলিশ। এ সময় একটি যাত্রীবাহী বাস থেকে এক হাজার পিস ইয়াবাসহ শামসুল হক বাচ্চুকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে চন্দনাইশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। এই মামলায় গ্রেফতার দেখিয়ে বাচ্চুকে আদালতে প্রেরণ করা হয়। চন্দনাইশ থানা পুলিশ জিআরও শাখায় আসামি বাচ্চুকে বুঝিয়ে দেন। পরে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। আসামিকে হাজতে রাখার পর ওইদিন সন্ধ্যায় কারাগারে পাঠানোর জন্য হ্যান্ডকাফ লাগানো হয়। এরপর তাকে হাজতখানার সামনে সেরেস্তা টেবিলের পেছনে একটি বেঞ্চে বসতে দেওয়া হয়। কর্তব্যরত পুলিশ সদস্যরা আসামিদের কারাগারে পাঠানোর প্রস্তুতি নেওয়ার ফাঁকে বাচ্চু পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জানুয়ারি২১, ২০২৩
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।