ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ক্রিকেট

গল গ্ল্যাডিয়েটর্সকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন জাফনা কিংস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
গল গ্ল্যাডিয়েটর্সকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন জাফনা কিংস

শ্রীলঙ্কান ফ্রাঞ্চাইজি লিগ লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) দ্বিতীয় আসরেরও শিরোপা জিতে নিল থিসারা পেরেরাদের জাফনা কিংস। গতবারের ফাইনালিস্ট গল গ্ল্যাডিয়েটর্সকে ২৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দলটি।

হাম্বানটোটায় বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাতে প্রথমে ব্যাট করতে আভিশকা ফার্নান্দো ও টম কোলার-ক্যাডমোরের অর্ধশতকের পাশাপাশি শোয়েব মালিক ও থিসারার দুটি ক্যামিও ইনিংসে ২০২ রানের বিশাল সংগ্রহ পায় জাফনা কিংস। ৪১ বলে সর্বোচ্চ ৬৩ রান করেন আভিশকা। তিন নম্বরে নামা ক্যাডমেরা ৪১ বলে ৫৭ রানে অপরাজিত থাকেন।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৭৮ রানে থেমে যায় গল গ্ল্যাডিয়েটর্সের ইনিংস। দলটির হয়ে দুই ওপেনার ছাড়া কেউ আর উল্লেখযোগ্য রান করতে পারেননি। দানুশকা গুনাথিলাকা ২১ বলে ৫৪ ও কুসল মেন্ডিস ২৮ বলে করেন ৩৯ রান। জাফনার হয়ে হাসারাঙ্গা ও চতুরঙ্গা ডি সিলভা নেন সর্বোচ্চ ২টি করে উইকেট।  

বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।