ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ক্রিকেট

মিরাজের ব্যাটে সিলেটকে হারিয়ে চারে খুলনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৫
মিরাজের ব্যাটে সিলেটকে হারিয়ে চারে খুলনা ছবি: সংগৃহীত

রংপুর রাইডার্সের জয়রথ থামিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে দুর্বার রাজশাহী বসার খুব বেশি দেরি হয়নি। এর মধ্যেই তাদের আবার নিচে নামিয়ে দিয়েছে খুলনা টাইগার্স।

সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৬ উইকেটের জয়ে প্লে অফের দৌড়ে এগিয়ে গেল তারা।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৯ উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করে সিলেট। যা তাড়া করতে নেমে এক বল আগ পর্যন্ত লড়াই চালাতে হয় খুলনাকে। পঞ্চম বলে ছক্কা মেরে এই রান তাড়া করেন উইলিয়াম বোসিস্টো।  

প্রথম ওভারে রনি তালুকদারকে হারিয়ে শুরুটা হয় সিলেটের। এই ধাক্কা সামলে অবশ্য দলকে এগিয়ে নেন জর্জ মুন্সে ও জাকির হাসান। দ্বিতীয় উইকেটে গড়েন ৭৪ রানের জুটি। ২৮ বলে পঞ্চাশ ছুঁয়ে ৫৮ রান করে আবু হায়দার রনির বলে মুন্সে বোল্ড হলে ভাঙে জুটিটি। কিছুক্ষণ পর উইকেট হারান জাকিরও। তার ব্যাট থেকে আসে ৩২ বলে ৪৪ রান।  

বাকিদের মধ্যে কেউই করতে পারেননি উল্লেখযোগ্য রান। দ্রুত উইকেট হারায় সিলেট। খুলনার পক্ষে দুটি করে উইকেট নেন রনি, হাসান মাহমুদ ও সালমান এরশাদ। বাকি বোলাররা একটি করে শিকার ধরেন।  

রান তাড়ায় নেমে খুলনার শুরুটা হয় দুর্দান্ত। উদ্বোধনী জুটিতে ৪২ বলে ৬৫ রান যোগ করেন নাঈম শেখ ও মেহেদি হাসান মিরাজ। তবে গত ম্যাচের ফর্ম এই ম্যাচে ধরে রাখতে পারেননি নাঈম। ১৭ বলে ২০ রান করে তিনি ফিরলে ভাঙে জুটিটি। তিনে নামা আফিফ ৩ রান করে ফেরেন সাজঘরে। তবে একপ্রান্তে লড়াই চালাতে থাকেন মিরাজ। ২৯ বলে ফিফটি পূর্ণ করেন তিনি।  

তৃতীয় উইকেটে অ্যালেক্স রসের সঙ্গে গড়েন ২৮ রানের জুটি। তবে আর বেশি এগোতে পারেননি। ৫০ বলে ৮ চার ও ২ ছক্কায় ৭০ রানে জয়ের ভিত করে ফেরেন খুলনা অধিনায়ক। বাকি কাজটা সেরে ফেলেন অ্যালেক্স রস ও উইলিয়াম বোসিস্তো। যদিও তাদের লড়াই চালাতে হয়েছে শেষ পর্যন্ত। রস ২০ ও বোসিস্তো ১৯ রানে অপরাজিত থাকেন।  

এই জয়ে ৯ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে উঠে এসেছে খুলনা। এক ম্যাচ বেশি খেলা রাজশাহী সমান পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থেকে আছে পাঁচ নম্বরে। ৪ পয়েন্ট নিয়ে তলানিতে সিলেট।  

বাংলাদেশ সময়: ২২৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।