ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ক্রিকেট

দ্বিশতক হাঁকালেন তৌহিদ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
দ্বিশতক হাঁকালেন তৌহিদ

প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম দ্বিশতকের দেখা পেলেন তৌহিদ হৃদয়। বিসিবি নর্থ জোনের বিপক্ষে ম্যাচে এই দ্বিশতক হাঁকান বিসিবি সাউথ জোনের এই ব্যাটার।

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডের শেষ দিন আজ বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৫৯ রান নিয়ে ব্যাটিং শুরু করেন হৃদয়। এরপর আরো ৪১ রান যোগ করে দ্বিশতক পূরণ করেন এই ডানহাতি ব্যাটার।

৩৭৪ বলে ১৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে দ্বিশতক স্পর্শ করেন হৃদয়। এর আগে চলতি ইনিংসে সেঞ্চুরি করেছিলেন সাউথ জোনের অমিত হাসান। ৩৭৩ বলে ১৩১ রান করে সাজঘরে ফেরেন তিনি। তৌহিদ ও অমিতের ব্যাটে রানের পাহাড় গড়েছে সাউথ জোন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত নর্থ জোনের ৩৮৫ রানের জবাবে ব্যাট করছে সাউথ জোন।  

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।