ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ক্রিকেট

বন্দিদশা কাটিয়ে অনুশীলনে ফিরলো টাইগাররা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
বন্দিদশা কাটিয়ে অনুশীলনে ফিরলো টাইগাররা

এবারের নিউজিল্যান্ড সফরে গিয়ে ভিন্ন এক অভিজ্ঞতার মুখে পড়েছে বাংলাদেশ দল। ওমিক্রন ধরনে আক্রান্ত এক ব্যক্তির সঙ্গে একই ফ্লাইটে থাকায় ঝামেলায় পড়তে হয়েছিল তাদের।

হোটেলের কক্ষে একপ্রকার বন্দি থাকতে হয়েছে মুশফিক-মুমিনুলদের। এমনকি সিরিজ বাতিলের সম্ভাবনাও দেখা দিয়েছিল।

তবে ১৯ ডিসেম্বর চতুর্থ দফা করোনা পরীক্ষায় সবাই নেগেটিভ আসার পর অনুশীলনের সুযোগ পেল টাইগাররা। ক্রাইস্টচার্চের লিংকন বিশ্ববিদ্যালয় মাঠে আজ অনুশীলন শুরু করেছে সফরকারীরা।  

অনুশীলন শুরু নিয়ে বিসিবির পাঠানো ভিডিওতে প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলেন, 'বাইরে বের হতে পেরে দারুণ লাগছে। ১১ দিন ঘরবন্দি থাকাটা বেশ চ্যালেঞ্জিং ছিল ছেলেদের জন্য। নীল আকাশের নিচে রৌদ্রোজ্জ্বল পরিবেশে বের হয়ে মাঠে আসতে পেরে, বল পেটাতে পেরে তারা খুশি। ' 

এদিকে টাইগারদের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেছিলেন, 'অনুশীলন শেষে আমরা হোটেলে উঠে যাব। এরপর আমরা স্বাভাবিক চলাফেরা করতে পারব, ট্রেনিং করতে পারব। '

সফরের সূচি অনুযায়ী, আগামীকাল বুধবার (২২ ডিসেম্বর) থেকে প্রথম প্রস্তুতি ম্যাচ হওয়ার কথা ছিল। যাত্রাপথে বিমানে সহযাত্রীর এবং পরে স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের করোনা পজিটিভ আসায় দলের কোয়ারেন্টিনের মেয়াদ বাড়ে।  

কয়েকদিন আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, ক্রিকেটাররা ওখানে অস্বস্তি বোধ করছেন এবং কয়েকজন দেশে ফিরতেও চেয়েছেন। তবে শেষ পর্যন্ত জরুরি বৈঠক শেষে সিরিজ যথাসময়েই মাঠে গড়াবে বলে জানানো হয়।

আগামী ১ জানুয়ারি থেকে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ, যা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।  

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।