ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ক্রিকেট

টি-টোয়েন্টি জয়ের রেকর্ড গড়লো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
টি-টোয়েন্টি জয়ের রেকর্ড গড়লো পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ সূচনায় ক্রিকেটবিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল পাকিস্তান। টানা জয়ের পর অবশেষে সেমিফাইনালে এসে স্বপ্নভঙ্গ হয় তাদের।

তবে এরপর বাংলাদেশ সফরে এসে ফের জয়ের ধারায় ফিরেছে তারা। এমন টানা জয়ে এক ক্যালেন্ডার বছরে সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ডও গড়েছে বাবর-রিজওয়ানরা।  

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সোমবার (১৩ ডিসেম্বর) ৬৩ রানের বড় জয় লাভ করে পাকিস্তান। এই বছর নিজেদের ১৮তম জয়ে নিজেদের রেকর্ড নিজেরাই ভেঙেছে তারা। ২০১৮ সালে ১৭ জয়ের রেকর্ড এতদিন ছিল বাবর আজমদের দখলে।

এই বছর সবচেয়ে বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলার রেকর্ডও অবশ্য পাকিস্তানের দখলে। ২০২১ সালে ২৭টি টি-টোয়েন্টি খেলে রেকর্ড গড়া বাংলাদেশকে গতকাল স্পর্শ করে পাকিস্তান। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামলেই রেকর্ডটি নিজেদের করে নিবেন পাকবাহিনী।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।