ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

ক্রিকেট

শঙ্কা কাটিয়ে খেলা শুরুর পর এবাদতের আঘাত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২১
শঙ্কা কাটিয়ে খেলা শুরুর পর এবাদতের আঘাত

অবশেষে বৃষ্টি ও মেঘের শঙ্কা কাটিয়ে শুরু হলো মিরপুর টেস্টের চতুর্থ দিনের খেলা। তবে আলোক স্বল্পতার কারণে খেলা হচ্ছে ফ্লাডলাইটের আলোয়।

খেলা শুরুর পর দ্বিতীয় ওভারেই সেট ব্যাটার আজহার আলীকে (৫৬) বিদায় করলেন এবাদত হোসেন।  

ইনিংসের ৬৫তম ওভারে বাংলাদেশি পেসার এবাদতের বলে পুল শট খেলতে গিয়ে উইকেটরক্ষক লিটন দাসের হাতে ক্যাচ তুলে দেন আজহার।  

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৫ ওভার শেষে পাকিস্তানের প্রথম ইনিংসের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১৯৩ রান।

এর আগে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে ঢাকা টেস্টের চতুর্থ দিনের খেলা নির্ধারিত সময়ে শুরু হয়নি। বৃষ্টির আশঙ্কায় সকাল থেকেই পিচ ঢেকে রাখা হয়েছিল। এরপর সকাল ১০টা ১০ মিনিটে মাঠ পরিদর্শনে নামেন। ততক্ষণে বৃষ্টি থেমে গেছে। আলোর রেখায় চারপাশ কিছুটা উজ্জ্বল হতে শুরু করে। এর মাঝে কাভার সরিয়ে উইকেট রোল করাও হয়েছে। বাংলাদেশের ক্রিকেটাররা গা গরম করতে ফুটবলও খেলেছেন।  

মাঠ পরিদর্শন শেষে আম্পায়াররা জানিয়েছিলেন, সকাল ১০টা ৫০ মিনিটে শুরু হবে খেলা। পুরো দিনে ৮৬ ওভার খেলা হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু তারা মাঠ পরিদর্শন শেষে ফিরতেই ফের আকাশে মেঘের আনাগোনা শুরু হয়। তবে সব শঙ্কা কাটিয়ে ঠিকই খেলা শুরু হয়।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।