ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

ক্রিকেট

মাঠে গড়াচ্ছে ০৩-০৫ ব্যাচের ক্রিকেট টুর্নামেন্ট

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২১
মাঠে গড়াচ্ছে ০৩-০৫ ব্যাচের ক্রিকেট টুর্নামেন্ট ...

দেশব্যাপী এসএসসি ২০০৩ ও এইচএসসি ২০০৫ ব্যাচের পরীক্ষার্থীদের সংগঠন ব্যাচমেট ০৩-০৫ গত কয়েক বছর ধরে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে। এ বছরও মাঠে গড়াচ্ছে তাদের ব্যাচমেট ০৩-০৫ ক্রিকেট ব্লাস্ট-২০২১।

আয়োজকরা জানান, এবারের টুর্নামেন্টটি হবে ০৩-০৫ ব্যাচের তৃতীয় আসর। ২০১৯ সালে ০৩-০৫ ব্যাচের বন্ধুরা মিলে প্রথম এ টুর্নামেন্টের আয়োজন করে। সেবারের টুর্নামেন্টে ১২টি দল অংশ নেয়। দ্বিতীয় আয়োজনটি হয় ২০২০ সালে ১৬টি দলের অংশগ্রহণে।

তবে এবারের আয়োজনে সারাদেশ থেকে ২৮টি দল অংশ নিচ্ছে। যা এ যাবতকালের সবচেয়ে বড় টুর্নামেন্ট। ৩ ডিসেম্বর থেকে শুরু হবে এই টুর্নামেন্টটি। রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল কলেজের ৩টি মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।

প্রথম রাউন্ডের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৩, ৪, ১০ ও ১৬ ডিসেম্বর। এই রাউন্ডে মোট ৪২টি ম্যাচ মাঠে গড়াবে। টুর্নামেন্টের পৃষ্ঠপোষক হিসেবে আছে এসআইএম গ্রুপ।  

প্রতিটি ইনিংস হবে ১২ ওভারের। ৭টি গ্রুপের প্রতি গ্রুপে ৪টি করে দল খেলবে। রাউন্ড রবিন পদ্ধতিতে প্রতি গ্রুপের শীর্ষ দুই দল পরের রাউন্ডে যাবে। ৭ জানুয়ারি টুর্নামেন্টের ফাইনাল মাঠে গড়াবে।  

এক নজরে দেখে নিন এবারের টুর্নামেন্টের দলগুলো কে কোন গ্রুপে খেলবে-

গ্রুপ-এ নোয়াখালী রয়্যালস, শরীয়তপুর লিজেন্ডস, ডি ক্রেজি  নারায়ণগঞ্জ, টিম স্কর্পিয়ানস।
গ্রুপ-বি কুমিল্লা ওয়েনিটেড ভিক্টোরিয়ান্স, টিম ইয়েলো বাল্ব, চাঁদপুর ব্লিজারস, ঢাকাইয়া কিংস।
গ্রুপ-সি খুলনা রয়েল বেঙ্গলস, বরিশাল টাইফুন, দ্য লিজেন্ডস অফ চিটাগাং, ম্যাজেস্টিক ময়মনসিংহ।
গ্রুপ-ডি টিম নেত্রকোণা, অদম্য সাভার, ক্যান্টনমেন্ট ঈগলস, ফরগোট্টেন ওয়ারিয়র্স।
গ্রুপ-ই আইকনিক আইডিয়ালস, টিম স্পার্টান, পাবনা রয়েলস, টিম সুনামি।
গ্রুপ-এফ মানিকগঞ্জ রয়েল স্ট্রাইকার্স, মিরপুর দ্য হোম অভ ক্রিকেট, তেতুলঝরা টাইগার্স, তেজগাঁও অ্যাভেঞ্জার্স।
গ্রুপ-জি বরিশাল সেইলর্স, দুরন্ত দিনাজপুর, লইয়ার ব্লাস্টার্স, গ্লোরিয়াস গ্র্যান্ড এরিয়া।

চ্যাম্পিয়ন দল পাবে ১ লাখ টাকা এবং রানার্সআপ দল ৫০ হাজার। প্রতি ম্যাচের সেরা খেলোয়াড়দের জন্যও রাখা হয়েছে পুরস্কারের ব্যবস্থা।

গত আসরের চ্যাম্পিয়ন ছিল আইকনিক আইডিয়ালস।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।