ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ক্রিকেট

শ্রীলঙ্কা পৌঁছে করোনা আক্রান্ত ইংল্যান্ডের মঈন আলী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২১
শ্রীলঙ্কা পৌঁছে করোনা আক্রান্ত ইংল্যান্ডের মঈন আলী মঈন আলী।

ইংল্যান্ড দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে এসে করোনা ভাইরাস টেস্টে পজিটিভ হয়েছেন মঈন আলী। ফলে আগামী ১০ দিন তাকে কোয়ারেন্টিনে থাকতে হবে।

একই কারণে গলে সিরিজের প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন এই অলরাউন্ডার।

মঈনের কাছাকাছি থাকায় আরেক অলরাউন্ডার ক্রিস ওকসকে আগামী ৭দিন সেলফ আইসোলেশনে থাকতে হবে।

এর আগে শ্রীলঙ্কান সরকারের নিয়মঅনুযায়ী হাম্বানটোটা বিমানবন্দরে রোববার ইংলিশ ক্রিকেটারদের করোনা পরীক্ষা করানো হয়। আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত কোয়ারেন্টিন করতে হবে মঈনে। যদিও একই দিন গলে প্রথম টেস্ট শুরু হবে। তবে তার ছিটকে যাওয়াটা নিশ্চিত।

ইংল্যান্ড ক্রিকেটারদের গত ৩০ ডিসেম্বর যুক্তরাজ্য ছাড়ার সময় করোনা পরীক্ষা করানো হয়েছিল। সেসময় অবশ্য দলের সবাই নেগেটিভ ছিলেন। তাই ধারণা করা হচ্ছে গত তিন দিনের মধ্যেই মঈন আক্রান্ত হয়েছেন।

এদিকে মঈনের অনুপুস্থিতিতে ইংলিশ দলে এখন স্পিনার হিসেবে ডম সিবলি ও জ্যাক লিচ রয়েছেন। তাই রিজার্ভ স্পিনার হিসেবে ম্যাসন ক্রেন, ম্যাট পারকিনসন অথবা আমার ভির্ডিকে ডেকে নেওয়া হতে পারে।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।