ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ক্রিকেট

অশ্লীল মন্তব্যে এক ম্যাচ নিষিদ্ধ জাম্পা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২০
অশ্লীল মন্তব্যে এক ম্যাচ নিষিদ্ধ জাম্পা

অস্ট্রেলিয়ান লেগস্পিনার অ্যাডাম জাম্পার বিরুদ্ধে মাঠে অশ্লীল মন্তব্য করার অভিযোগ উঠেছে। বিগ ব্যাশ লিগে মেলবোর্ন স্টার্সের হয়ে ম্যাচ খেলাকালীন এমন অভিযোগের জেরে তাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

অবশ্য সেই অভিযোগ স্বীকার করেছেন সীমিত ওভারের এই তারকা।

জাম্পা মঙ্গলবার সিডনি থান্ডারের বিপক্ষে খেলার সময় অশ্লীল মন্তব্য করেন। আর ক্রিকেট অস্ট্রেলিয়ার নিয়ম অনুযায়ী প্রথম স্তরের অপরাধ হওয়ায় নিষেধাজ্ঞা ছাড়াও বাংলাদেশি টাকা ২ লাখের বেশি জরিমানা করা হয়েছে।

এদিকে এই নিষেধাজ্ঞার ফলে শনিবার হোবার্ট হ্যারিকেনের বিপক্ষে জাম্পাকে দলে পাবে না মেলবোর্ন স্টার্স।

লিগে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ৪ নাম্বরে রয়েছে স্টার্স। শীর্ষে থাকা সিডনি সিক্সারসের থেকে ৩ পয়েন্ট পিছিয়ে। ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে হোবার্ট হ্যারিকেন রয়েছে ৩ নম্বরে।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।