ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ক্রিকেট

ক্রাইস্টচার্চ টেস্টে ছিটকে গেলেন ওয়াগনার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২০
ক্রাইস্টচার্চ টেস্টে ছিটকে গেলেন ওয়াগনার

পাকিস্তানের বিপক্ষে ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পায়ের আঙুলের চোটের কারণে খেলতে পারছেন না নেইল ওয়াগনার। এমনটি নিশ্চিত করেছেন নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড।

এর আগে মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের প্রথম টেস্টে ভাঙা আঙুল নিয়েও ৪৯ ওভার বল করেন এই ফাস্ট বোলার। যেখানে ৪টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন তিনি। কিউইরা ১০১ রানের বড় ব্যবধানে জিতে টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো যৌথভাবে শীর্ষে (শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার সঙ্গে সমান রেটিং পয়েন্ট অর্জন) জায়গা করে নেয়।

এই প্রসঙ্গে স্টিড বলেন, ‘নেইল অসাধারণ বল করেছে। সে এই ম্যাচে যা করেছে তা অন্যরা করতে পারবে কিনা আমার জানা নেই। তবে পরের টেস্টের জন্য সে আমাদের সাথে যাচ্ছে না ‘

এই ইনজুরির কারণে বাঁহাতি তারকা ওয়াগনার অন্তত ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেলেন। তবে খুব শিগগিরই কোচ স্টিড পরিবর্তিত পেসারের নাম জানাবেন।

আগামী ৩ জানুয়ারি হাগলি ওভালে সিরিজের দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।