ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ক্রিকেট

নিউজিল্যান্ডের নতুন ব্যাটিং কোচ লুক রঞ্চি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২০
নিউজিল্যান্ডের নতুন ব্যাটিং কোচ লুক রঞ্চি

আসছে মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের নতুন ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেলেন দেশটির সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান লুক রঞ্চি। তিনি পিটার ফুলটনের পরিবর্তে এই দায়িত্ব পেলেন।

ফুলটন গত জুলাইয়ে এই পদ থেকে সরে দাঁড়িয়ে ক্লাব কেন্টাবুরির প্রধান কোচ হিসেবে যোগ দিয়েছিলেন।

কিউইদের হয়ে ৪টি টেস্ট, ৮৫টি ওয়ানডে ও ৩৩টি টি-টোয়েন্টি খেলা রঞ্চি এখন প্রধান কোচ গ্যারি স্টিড ও বোলিং কোচ শেন জার্গেনসনদের সঙ্গে সময় কাটাবেন। যেখানে এই দুজনই বছরের শুরুতে নিজেদের পদে নতুনভাবে চুক্তি করেছিলেন।

রঞ্চি যদিও জাতীয় দলের কোচিং প্যানেলে আগেও কাজ করেছেন। এমনকি ২০১৯ ওয়ানডে বিশ্বকাপেও তিনি ছিলেন।

৩৯ বছর বয়সী এই তারকা ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড দুটিরই জাতীয় দলে খেলেছেন। আর আগামী ২ সপ্তাহের মধ্যেই তিনি নিজের কাজে যোগ দেবেন।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।