ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

ক্রিকেট

বিসিবি থেকে পদত্যাগ করবেন ফাহিম, যদি...

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৫
বিসিবি থেকে পদত্যাগ করবেন ফাহিম, যদি... নাজমুল আবেদিন ফাহিম

ফের নেতিবাচক কারণে আলোচনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিছুদিন আগে যুব ও ক্রীড়া উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তার সঙ্গে বাদানুবাদে জড়িয়েছিলেন বিসিবি প্রধান ফারুক আহমেদ।

 

ওই ঘটনার রেষ না কাটতেই এবার সামনে এলো নতুন খবর। বিসিবি থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন বোর্ড পরিচালক ও বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার নাজমুল আবেদিন ফাহিম।  

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুনর্গঠিত বোর্ডে জালাল ইউনূস ও সাজ্জাদুল আলম ববির বদলে পরিচালক হয়ে আসেন ফাহিম ও ফারুক আহমেদ। পরে বোর্ড সভাপতি হন ফারুক।  

দায়িত্ব পাওয়ার পর থেকে ফারুক ও ফাহিমের মধ্যে কোনো সমস্যার কথা শোনা যায়নি। বরং বিসিবির গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সরব থাকেন ফাহিম। এমনকি অনানুষ্ঠানিকভাবে বিপিএলের গভর্নিং কাউন্সিলের দায়িত্বও তিনিই সামলাচ্ছেন। তবে হঠাৎ করেই যেন ছন্দপতন ঘটলো।  

আজ রোববার দেশের এক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, বিসিবি সভাপতি ফারুকের দুর্ব্যবহারের কারণে নাকি পদত্যাগ করতে চান ফাহিম।  

ফাহিম দাবি করেছেন, ‘বিসিবি সভাপতির কাছে একাধিকবার কাজের স্বাধীনতা না পাওয়ার কারণে তার জন্য সমস্যা সৃষ্টি হচ্ছে। ’ তিনি বলেন, ‘স্ট্যান্ডিং কমিটি না হওয়ায় দায়িত্ব সঠিকভাবে বণ্টন হচ্ছে না এবং একসাথে কাজ করার পরিবেশ নেই। আমার অনেক সময় মনে হয়, বোর্ডের বাইরে থেকেও আমি ভালো ভূমিকা রাখতে পারব। বোর্ডে থাকতে হলে আমাকে কাজ করতে দিতে হবে। যদি কাজ না করতে পারি, তাহলে বাইরে থাকাই ভালো। ’

বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ তাকে অপমানিত করেছেন বলে অভিযোগ উঠেছে, যেখানে ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সামনে ফাহিমকে তীব্র ভাষায় অপদস্থ করা হয়েছে। তবে ফাহিম জানিয়েছেন, তিনি আবার সেই মন্তব্যের পুনরাবৃত্তি করতে চান না, তবে এটি তাকে হতাশ করেছে। এ নিয়ে এমন প্রশ্নের জবাবে দেশের একটি বেসরকারি টেলিভশনকে ফাহিম বলেন, ‘ও রকম একটা মন্তব্য... আমি স্পেসিফিকভাবে মন্তব্যটা বলতে চাই কী ছিল। সেটা আমাকে খুবই হতাশ করেছে। এটা দিয়ে বোঝা যায় প্রেসিডেন্ট আমাকে সেভাবে গ্রহণ করছেন না। ’

তবে অন্য একটি গণমাধ্যমকে এ নিয়ে কিছুটা ভিন্ন মন্তব্য করেন ফাহিম। তিনি বলেন, 'একদম কী বলেছি তা এখন মনে করতে পারছি না। হয়ত বলতে পারি, যেভাবে প্রত্যাশা করেছিলাম সেরকম না হলে আমি সেরকম (পদত্যাগের) চিন্তা-ভাবনা করব। '

পদত্যাগ করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে ফাহিম বলেন, 'কাজ যদি নিজের কাছে সন্তোষজনক না হয়, সেক্ষেত্রে হয়ত সরে যেতে পারি। ' তবে বোর্ড সভাপতির দুর্ব্যবহার নিয়ে প্রশ্ন করলে এড়িয়ে যান তিনি। তবে জানিয়েছেন, এখনই সরে যাওয়ার ইচ্ছে নেই তার। তবে এটাকে (পদত্যাগ) অপশন হিসেবে রেখেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২৫
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।