ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ক্রিকেট

দাপুটে জয়ে পাঞ্জাবকে বিদায় করে দিল চেন্নাই

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, নভেম্বর ১, ২০২০
দাপুটে জয়ে পাঞ্জাবকে বিদায় করে দিল চেন্নাই ম্যাচ শেষে চেন্নাই-পাঞ্জাবের খেলোয়াড়রা অভিবাদন জানাচ্ছেন একে অপরকে।

প্লে-অফে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে জয় ছাড়া বিকল্প ছিল না কিংস ইলেভেন পাঞ্জাবের সামনে। কিন্তু এমন গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৯ উইকেটে হেরেছে বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার মালিকাধীন দলটি।

 

রোববার (০১ নভেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে শেষদিকে দীপক হুদার তোলা ঝড়ো ফিফটিতে ৬ উইকেটে ১৫৩ রান করে পাঞ্জাব। জবাব দিতে নেমে ১৮.৫ ওভারে ১ উইকেট হারিয়ে ১৫৪ রান করে চেন্নাই।  

পাঞ্জাবের হয়ে শুরুটা দুর্দান্ত করেন দুই ওপেনার লোকেশ রাহুল (২৯) ও মায়াঙ্ক আগরওয়াল (২৬)। দুজনকেই বোল্ড করেন লুঙ্গি এনগিদি। এরপর ঝড় তুলতে পারেননি ক্রিস গেইল (১২), নিকোলাস পুরানরা (২)। তবে মানদ্বীপ (১৪) ও নিশামের (২) স্বল্প সময়ের সঙ্গ নিয়ে ঝড় বইয়ে দেন দীপক। আরেক অপরাজিত ব্যাটসম্যান ক্রিস জর্ডানকে (২) নিয়ে মাঠ ছাড়ার আগে ৩০ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৬২ রান করেন তিনি।  

জবাব দিতে নেমে শুরুতে ঝড় তুলেন চেন্নাইয়ের দুই ওপেনার রুতুরাজ গাইকওয়াড ও ফাফ ডু প্লেসিস। তাদের ৮২ রানের জুটি ভাঙেন জর্ডান। ৩৪ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪৮ রান করে বিদায় নেন ডু প্লেসিস। এরপর আম্বাতি রাইডুকে (৩০) নিয়ে জয়ের বাকি কাজটা সারেন গাইকওয়াড। তার ৪৯ বলে ৬২ রানের ইনিংসটি সাজানো ছিল ৬ চার ও ১ ছক্কায়।  

দাপুটে জয় পেলেও লাভ হচ্ছে না চেন্নাইয়ের। টুর্নামেন্টে থেকে আগেই ছিটকে গেছে মহেন্দ্র সিং ধোনির দল। টানা তিন জয়ে তাদের আইপিএলের চলতি আসর শেষ হচ্ছে ১৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে। অন্যদিকে প্লে-অফে খেলার আশা টিকে ছিল পাঞ্জাবের। তবে টানা পাঁচ জয়ে সেই আশা জাগালেও পরে টানা দুই ম্যাচ হেরে বিদায় নিশ্চিত হয়ে গেলো রাহুলদের।  

শেষ ম্যাচে জয় দরকার ছিল তাদের। ১৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তালিকায় পাঁচে চেন্নাই। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে প্লে-অফে খেলার আশা বাঁচিয়ে রেখেছে চারে থাকা সানরাইজার্স হায়দ্রাবাদ। ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে নেট রান রেটের হিসেবে যথাক্রমে ছয়ে আছে রাজস্থান রয়্যালস ও আটে কলকাতা নাইট রাইডার্স।  

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২০
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।