ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘কোহলি-ধোনিও বিশ্বাসঘাতকতা করেছে যুবরাজের সঙ্গে’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, মে ৬, ২০২০
‘কোহলি-ধোনিও বিশ্বাসঘাতকতা করেছে যুবরাজের সঙ্গে’

মাহেন্দ্র সিং ধোনির ব্যাপারে বরাবরই নাখোশ ছিলেন যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ধোনিকে আবারও একহাত নিলেন তিনি। এবার অবশ্য ধোনির সঙ্গে বর্তমান ভারতীয় অধিনায়ক বিরাটা কোহলিকেও যুক্ত করলেন। যোগরাজ জানান, যুবরাজের সঙ্গে কোহলি ও ধোনিসহ আরও অনেকে বিশ্বাসঘাতকতা করেছে।

গত মাসে যুবরাজ নিজেও এমন এক অভিযোগ করেছিলেন। ইন্সটাগ্রাম লাইভ চ্যাটে বিশ্বকাপজয়ী এ তারকা বলেছিলেন, তিনি দলনেতা কোহলি ও ধোনির কাছ থেকে তেমন সমর্থন পাননি, যেমনটা পেয়েছিলেন সৌরভ গাঙ্গুলীর কাছে।

এদিকে একই বিষয়য়ে নিউজ২৪-এ যোগরাজ বলেন, ‘তাদের দুজনের (ধোনি ও কোহলি) সঙ্গে এমনকি নির্বাচকরাও তার সঙ্গে বেইমানি করেছে। সম্প্রতি আমি রবি’র (শাস্ত্রী) সঙ্গে দেখা করেছিলাম। সে আমাকে ফটোর ব্যাপারে জানতে চেয়েছিল। আমি তাকে বললাম, গ্রেট প্লেয়ারদের ভালো পারফরম্যান্সে সুবাদের একটা বিদায়ী সংবর্ধনা দেওয়া উচিৎ। ’

তিনি আরও বলেন, ‘যখন ধোনি, কোহলি ও রোহিত অবসরে যাবে, তখন আমি বোর্ডকে অনুরোধ জানাবো তারা ভারতের জন্য অনেক করেছে তাই তাদের একটা সংবর্ধন দেওয়া উচিৎ। যুবরাজের সঙ্গে অনেকেই বিশ্বাসঘাতকতা করেছে এবং এ ব্যাপারটি খুব কষ্ট দেয়। ’

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, মে ০৬, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।