সাইড স্ট্রেইন ইনজুরির কারণে ভারতের বিপক্ষে অ্যাডিলেড টেস্ট থেকে ছিটকে গেছেন জশ হ্যাজেলউড। যার ফলে দলে ডাকা হয়েছে দুই পেসার শন অ্যাবট ও ব্রেন্ডন ডগেটকে।
১০ টেস্ট পর এই প্রথম পরিবর্তিত বোলিং অ্যাটাক নিয়ে মাঠে নামতে যাচ্ছে অস্ট্রেলিয়া। গত বছর অ্যাশেজে হেডিংলি টেস্টের হ্যাজেলউড এই প্রথম কোনো ম্যাচ থেকে ছিটকে গেলেন। ঘরের মাঠে ৯ বছর পর বোর্ডার গাভাস্কার ট্রফির ম্যাচে একসঙ্গে দেখা যাবে না হ্যাজেলউড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও ন্যাথান লায়নকে।
এই সময়ে হ্যাজেলউডকে হারানোটা অস্ট্রেলিয়ার জন্য বড় ধাক্কাই বলা যায়। কেননা পার্থে ভারতের কাছে ২৯৫ রানের বিশাল হার দিয়ে সিরিজ শুরু করেছে তারা। সেই ম্যাচে প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে এক উইকেট নেন হ্যাজেলউড। গোলাপি বলে নিজেকে দারুণভাবে মেলে ধরতে পারেন তিনি। ভারতের বিপক্ষে ৪ বছর আগের দিবা-রাত্রির টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ৮ রানে ৫ উইকেট নেন ডানহাতি এই পেসার।
এদিকে আগামী ৬ ডিসেম্বর থেকে শুরু হবে অ্যাডিলেইড টেস্ট।
বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৪
এএইচএস