ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বোলিং কোচ হতে চান শোয়েব আখতার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, মে ৫, ২০২০
চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বোলিং কোচ হতে চান শোয়েব আখতার

কি রাজনীতি, কি খেলাধুলা। ভারত-পাকিস্তানের সম্পর্কটা বরাবরই বৈরী। আর মাঠের খেলায় তাদের লড়াইটা চিরপ্রতিদ্বন্দ্বীর। তবে এই শত্রু দেশ ভারতেরই বোলিং কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার। তিনি জানান, এমন প্রস্তাব পেলে আরও আক্রমণাত্মক, গতি ও ধৃষ্ট পেস শেখাবেন।

স্যোসাল নেটওয়ার্কি অ্যাপ ‘হ্যালো’তে ভারতের কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করেন শোয়েব। যেখানে ভবিষ্যতে এমন সুযোগ এলে কি করবেন জানতে চাইলে রাওয়াল পিন্ডি এক্সপ্রেস বলেন, ‘অবশ্যই হবো।

আমার কাজই হচ্ছে জ্ঞান বিরতণ করা। আমি যা শিখেছি তা বিলিয়ে দিতে চাই। ’

ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুতগতির এই বোলার আরও বলেন, ‘আমি বোলারদের আরও আক্রমণাত্বক, গতি ও আরও ধৃষ্টতা সম্পন্ন করে গড়ে তুলবো। যাতে করে সবাই খেলা আরও উপভোগ করবে। ’

এছাড়া আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সেরও কোচ হতে চান শোয়েব। আইপিএলের প্রথম অসরে এই কলকাতাতেই নিজের অভিষেকে ৪ উইকেট নিয়ে বাজিমাত করেছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, মে ০৫, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।