ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মাত্র ৫ টেস্ট খেলেই অবসরে কিউই লেগস্পিনার 

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০
মাত্র ৫ টেস্ট খেলেই অবসরে কিউই লেগস্পিনার  টড অ্যাস্টেল

সাদা পোশাকের জার্সিতে অভিষেক হয়েছিল ২৫ নভেম্বর ২০১২ সালে, শ্রীলঙ্কার বিপক্ষে। শেষ টেস্টটি খেললেন অস্ট্রেলিয়ার বিপক্ষে, ২০২০ সালের ০৩ জানুয়ারি। ৭ বছর ১ মাসের ব্যবধানে টড অ্যাস্টেল নিউজিল্যান্ডের হয়ে টেস্ট খেলেছেন মাত্র ৫টি। এই ৫ টেস্টে ৭ উইকেটের স্মৃতি নিয়েই লাল বলের ক্রিকেটের ইতি টানলেন ৩৩ বছর বয়সী এ লেগস্পিনার।

ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে অ্যাস্টেল কিউইদের হয়ে ১৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। কেন্টারবেরি স্টলওয়ার্টের এই তারকা ক্লাবে তার ক্যারিয়ার শুরু করেছিলেন ওপেনিং ব্যাটসম্যান হিসেবে।

তবে কিউই ক্লাবটির হয়ে ফার্স্ট-ক্লাস ক্রিকেটে ৩০৩ উইকেট নিয়েছেন তিনি।  

টেস্ট থেকে অবসর নিলেও ব্ল্যাক-ক্যাপদের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার ইচ্ছে আছে অ্যাস্টেলের।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।