ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

ক্রিকেট

রাতে নিরাপদে দেশে ফিরেছে বাংলাদেশ দল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০
রাতে নিরাপদে দেশে ফিরেছে বাংলাদেশ দল ছবি:সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে রাতে দেশে ফিরেছে জাতীয় ক্রিকেট দল। সোমবার (২৭ জানুয়ারি)  দিবাগত রাত তিনটার দিকে দেশে এসে পৌঁছায় মাহমুদউল্লাহর দল। বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে করে দেশে ফেরেন ক্রিকেটাররা।

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে গত ২২ জানুয়ারি ঢাকা ছাড়ে বাংলাদেশ দল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-০ তে পরাজিত হয় মাহমুদউল্লাহ বাহিনী।

বৃষ্টির কারণে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ পরিত্যক্ত হয়।

এক সপ্তাহ পর আবারো পাকিস্তান সফরে যেতে হবে বাংলাদেশকে। তিন ধাপে পাকিস্তান সফরের দ্বিতীয় ধাপে একটি টেস্ট খেলতে যাবে বাংলাদেশ দল। রাওয়ালপিন্ডিতে ৭-১১ই ফেব্রুয়ারি হবে প্রথম টেস্ট।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘন্টা, জানুয়ারি ২৮, ২০২০
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।