ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ক্রিকেট

বৃষ্টিতে পরিত্যক্ত ভারত-শ্রীলঙ্কা প্রথম টি-টোয়েন্টি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩২ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২০
বৃষ্টিতে পরিত্যক্ত ভারত-শ্রীলঙ্কা প্রথম টি-টোয়েন্টি

বৃষ্টির কারণে ভারত-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে একটি বলও মাঠে গড়ায়নি। ফলে পরিত্যক্ত হলো খেলাটি। যদিও টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় দলপতি বিরাট কোহলি। তবে এরপরই বৃষ্টির বাগড়ায় আর খেলা গড়াতে পারেনি।

রোববার (০৫ জানুয়ারি) গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি হওয়ার কথা ছিল। তবে বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে হতাশা নিয়ে মাঠ ছাড়েন দু’দলের ক্রিকেটার ও দর্শকরা।



আগামী ৭ জানুয়ারি ইন্দোরে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি মাঠে গড়াবে।

বাংলাদেশ সময়: ২৩২৭ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।