ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ক্রিকেট

হাহাকারের মাঝে মান রেখেছেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
হাহাকারের মাঝে মান রেখেছেন মোস্তাফিজ ছবি: বাংলানিউজ

আর মাত্র কটা দিন। নতুন বছরকে স্বাগত জানাবে বিশ্ব। ২০১৯ বিদায়ী এই বছরে বাংলাদেশের ক্রিকেটের উথ্থান-পতনের মাঝে মোস্তাফিজুর রহমান মান রেখেছেন। ২০১৯ সালে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেটশিকারি বোলারের তালিকায় ফিজ আছেন চার নম্বরে।

তিন সংস্করণের মধ্যে দুটিতে (টেস্ট ও টি-টোয়েন্টি) শীর্ষ দশে নেই বাংলাদেশের কোনো বোলার। শুধু ওয়ানডেতে চার নম্বরে থেকে বছর শেষ করেছেন মোস্তাফিজ।

চলতি বছর ২১ ওয়ানডে ম্যাচ খেলে সর্বোচ্চ ৪২ উইকেট নিয়েছেন ভারতের পেসার মোহাম্মদ শামি। ২০ ম্যাচ খেলে দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ উইকেটের মালিক নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট। ১৭ ম্যাচ খেলে বোল্টের সতীর্থ লুকি ফার্গুসন নিয়েছেন তৃতীয় সর্বোচ্চ ৩৫ উইকেট।

চার নম্বরে থাকা মোস্তাফিজ ১৬ ম্যাচে নিয়েছেন ৩৪ উইকেট। আর পাঁচে থাকা ভারতের পেসার ভুবনেশ্বর কুমার ১৯ ম্যাচে নিয়েছেন ৩৩ উইকেট।

বাঁহাতি পেসার মোস্তাফিজ গত ওয়ানডে বিশ্বকাপে ৮ ম্যাচেই তুলে নেন ২০ উইকেট। যেখানে পর পর দুই ম্যাচে নিয়েছেন ৫ উইকেট। ভারতের বিপক্ষে বার্মিংহামে ৫৯ রান খরচায় নেন ৫ উইকেট। পরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে লর্ডসে ৭৫ রানের বিনিময়ে তুলে নেন আরও ৫ উইকেট।

ইংল্যান্ড বিশ্বকাপে স্বাগতিক পেসার বিশ্বকাপ জয়ী জোফরা আর্চারের সঙ্গে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ উইকেট তুলে নেন মোস্তাফিজ।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৯
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।