ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ক্রিকেট

নতুন বছরকে স্বাগত জানালেন ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৯
নতুন বছরকে স্বাগত জানালেন ক্রিকেটাররা নতুন বছরকে স্বাগত জানালেন ক্রিকেটাররা-ফেসবুক থেকে নেওয়া ছবি

পুরোনো বছরকে বিদায় জানিয়ে আগমন হলো আরও একটি নতুন বছরের। আর ২০১৯ সালের নতুন এই বছরকে স্বাগত জানালেন দেশ সেরা ক্রিকেটাররা। যেখানে ইতোমধ্যে নতুন বছরের সূচি হাতে পেয়ে গেছেন তারা।

ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে মুশফিকুর রহিম একটি ছবি পোস্ট করে লিখেছেন, আলহামদুলিল্লাহ দারুণ একটি বছর গেল। আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের সমস্ত গুনাহ মাফ করে দেন আর নতুন বছরে যেন আমাদের ঈমান মজবুত হয়।

সবাইকে ২০১৯ সালের নববর্ষের শুভেচ্ছা।

মাহমুদউল্লাহ রিয়াদ লিখেছেন, আলহামদুলিল্লাহ ২০১৮ ও ২০১৯ এর জন্য ইনশাআল্লাহ। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। মাশরাফির ফেসবুক থেকে নেওয়া ছবিসৌম্য সরকার লিখেছেন, নতুন বছরে সবার সমৃদ্ধিশালী জীবন কামনা করছি।

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা নিজের অফিসিয়াল ফেসবুক পেজের কাভার ফটো নতুন বছরকে স্বাগতম জানিয়ে পোস্ট করেছেন।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, ০১ জানুয়ারি, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।