ঢাকা, মঙ্গলবার, ২৫ ফাল্গুন ১৪৩১, ১১ মার্চ ২০২৫, ১০ রমজান ১৪৪৬

ক্রিকেট

চাপে পড়ে মুখ খুললেন কোহলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৮
চাপে পড়ে মুখ খুললেন কোহলি বিরাট কোহলি-ছবি: সংগৃহীত

বিষয়টা যে এতদূর গড়াবে তা হয়তো তিনি নিজেই বুঝতে পারেননি। ভক্তকে ‘দেশ ছেড়ে যাও’ বলে সমর্থকদের সমালোচনার তীর তো ছুটে এসেছেই, এরপর আবার বিসিসিআইয়ের তরফ থেকেও তাকে সতর্ক করে দেওয়া হয়। সর্বশেষ পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলোও তার মন্তব্যে দ্বিধা-বিভক্ত হয়ে পড়েছে। অবস্থা বেগতিক দেখে এবার মুখ খুলেছেন বিরাট কোহলি।

সমালোচনার চাপ সামলাতে নিজের অফিসিয়াল টুইটার একাউন্টে নিজের সাফাই গেয়ে কোহলি লিখেছেন, 'আমার জন্য ট্রলিং নয়। বরং আমি ট্রোলড হতেই পছন্দ করব।

আমি “এই ধরনের ভারতীয়” মন্তব্যের জন্যই কথা বলেছি এবং এটুকুই। আমি ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী। এটা হালকাভাবেই নাও বন্ধুরা এবং উৎসবের মৌসুমে আনন্দ করো। সবার জন্য ভালোবাসা এবং শুভেচ্ছা। '

বুধবার (৭ নভেম্বর) নিজের জন্মদিনে নিজের নামে অ্যাপ লঞ্চ করেছিলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। উদ্দেশ্য ছিল ভক্তদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন। সব ঠিকই চলছিল। কিন্তু এক সমালোচক ভক্ত এক টুইটে বলে বসলেন, 'কোহলি ওভাররেটেড ব্যাটসম্যান। তার ব্যাটিংয়ে আমি বিশেষ কিছু দেখি না। তার চেয়ে বরং অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ব্যাটসম্যানদের ব্যাটিং বেশি ভালো লাগে। ' 

কোথাকার কোন ভক্ত, তার এত সাহস যে বিশ্বের সেরা ব্যাটসম্যানকে এভাবে কটাক্ষ করে! কথাটা তাই কোহলি হজম করতে পারেন নি। হয়তো সবসময় ‘বিশ্বসেরা’ উপাধি শুনে অভ্যস্ত হওয়াতেই তার কাছে এমন কটাক্ষ অসহ্য মনে হয়েছে। ফলে তিনি পাল্টা জবাব দিয়ে বসেন। কিন্তু তার সেই জবাবটাই সব গোলমাল পাকিয়ে দিয়েছে। সেই ভক্তের টুইটের জবাবে কোহলি লিখেছেন, ‘আমার মনে হয় আপনার ভারত ছেড়ে চলে যাওয়া উচিত। আপনি এই দেশে বাস করে অন্য দেশকে ভালোবাসবেন! আপনি আমাকে পছন্দ নাও করতে পারেন। তাতে কোনো আপত্তি নেই। কিন্তু আমার মনে হয় আপনার এই দেশ থেকে বেরিয়ে অন্য কোথাও গিয়ে থাকা উচিত। আপনি সবার আগে নিজের অগ্রাধিকার ঠিক করুন। '

কোহলির অমন চাঁছাছোলা মন্তব্য হজম করতে পারেননি অনেকেই। আর সেই সংখ্যা বাড়ছে। অনেকে বলছেন, কোনও নাগরিককে দেশ ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়ার অধিকার বিরাটের নেই। আর অনেকে তাকে সরাসরি আক্রমণ করে লিখেছেন, আপনি তো নিজে রজার ফেদেরারের ফ্যান। তাহলে আপনারও তো দেশ ছেড়ে যাওয়া উচিত। আবার ক্যারিয়ারের শুরুর দিকে একবার কোহলি তার প্রিয় ব্যাটসম্যান হিসেবে সাবেক প্রোটিয়া ব্যাটসম্যান হার্শেল গিবসের নাম বলেছিলেন। সেই ভিডিও শেয়ার করাও অনেকে তাকে দেশ ছেড়ে যেতে বলছেন।

এদিকে কোহলির অমন আলটপকা মন্তব্য নিয়ে মুখ খুলেছেন বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অনিরুদ্ধ চৌধুরী। টাইমস অব ইন্ডিয়াকে তিনি বলেছেন, ‘বিসিসিআইয়ে আমরা ক্রিকেটভক্তদের মুল্যায়ন করি এবং তাদের ভাবনা-চিন্তার সম্মান করি। আমি নিজে সুনিল গাভাস্কারের ব্যাটিং দেখতে যেমন পছন্দ করতাম তেমনি আমি গর্ডন গ্রিনিজ, ডেসমন্ড হেইন্স এবং ভিভ রিচার্ডের ব্যাটিংও পছন্দ করতাম। আমি শচীন টেন্ডুলকার, বীরেন্দ্র শেবাগ, সৌরভ গাঙ্গুলী, ভিভিএস লক্ষণ, রাহুল দ্রাবিড়ের ব্যাটিং দেখে যতটা আনন্দ পেতাম, ততটাই আনন্দ পেতাম মার্ক ওয়াহ, ব্রায়ান লারা এবং অন্যদের ব্যাটিং দেখে। '

বর্তমানে ক্রিকেট থেকে সাময়িক বিশ্রামে আছেন ভারতীয় অধিনায়ক কোহলি। আগামী ২১ নভেম্বর থেকে অনুষ্ঠেয় অস্ট্রেলিয়া সফরের দলে ফিরবেন তিনি। অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, চার ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।