২০২৫ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএলে) নিজের প্রথম দুই ম্যাচে ২২ ও ১৪ রান করেছিলেন তামিম ইকবাল। প্রথমটিতে তার দল মোহামেডান হেরে গেলেও দ্বিতীয়টিতে জিতেছিল।
আজ তৃতীয় ম্যাচে দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন এই তারকা বাঁহাতি ওপেনার। বিকেএসপিতে পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে তার সেঞ্চুরিতে ভর করে ৭ উইকেটে জয় পেয়েছে মোহামেডান।
আগে ব্যাট করে পারটেক্স সব উইকেট হারিয়ে ৪৬.৩ ওভারে ২১৮ রান করে। জবাবে ওই রান ৪০.২ ওভারেই পেরিয়ে যায় মোহামেডান।
আগে ব্যাট করতে নামা পারটেক্সের হয়ে হাফ সেঞ্চুরি পান আহরার আমিন। তার ব্যাট থেকে ৮৬ বলে সর্বোচ্চ ৭৮ রান আসে। এছাড়া জাওয়াদ রোয়ান ৪৫ বলে ৪২ রান করেন। বল হাতে মোহামেডানের তাইজুল ইসলাম ৪টি ও নাসুম আহমেদ ৩ উইকেট পান।
লক্ষ্য তাড়ায় নেমে ৩৫ রানে ২ উইকেট হারায় মোহামেডান। তবে হাল ধরেন তামিম। ৬৫ বলে ফিফটি পূর্ণ করেন তিনি। তাওহিদ হৃদয় ৪৩ বলে করেন ৩৭ রান। এরপর মুশফিকুর রহিমের সঙ্গে জুটি গড়ে দলকে জয় এনে দেন তামিম।
তামিম ১১২ বলে ১২৫ রান করেন। ইনিংসটি ১১ চার ও ৫ ছক্কায় সাজানো। লিস্ট 'এ' ক্রিকেটে এটি তার ২৩তম সেঞ্চুরি। অপরাজিত থাকা মুশফিকের ৪৪ বলে ৩৫ রান করেন।
দিনের আরেক ম্যাচে রূপগঞ্জ টাইগার্সকে ৪ উইকেটে হারিয়েছে আবাহনী। বিকেএসপিতে হওয়া এই ম্যাচে ৮৯ বলে ১০ চার ও ২ ছক্কায় ১০৪ রান করেন রুপগঞ্জের অধিনায়ক আল আমিন। বল হাতে ২ উইকেট নিয়েছেন আবাহনীর রাকিবুল হাসান ৩টি এবং মোসাদ্দেক হোসেন ও নাহিদ রানা ২টি করে উইকেট নেন।
জবাবে দারুণ শুরু পায় আবাহনী। প্রথম তিন ব্যাটার জিসান আলম (৩৯), পারভেজ হোসেন (৪৭) ও নাজমুল হোসেন (৩৭) দলের জয়ের ভিত গড়ে দেন। পরে ৬১ বলে ৬০ রান করে বাকি পথ সহজ করে দেন মোহাম্মদ মিঠুন। ৩৮ বলে ৪৭ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন আবাহনীর অধিনায়ক মোসাদ্দেক হোসেন।
অন্য ম্যাচে লিস্ট এ ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়া প্রাইম ব্যাংক পেয়েছে ১৭৩ রানের বিশাল জয়। আগে ব্যাট করে ৮ উইকেটে ৪২২ রান করে প্রাইম ব্যাংক। লিস্ট এ-তে এই প্রথম বাংলাদেশের কোনো দল ৪০০ পার করল। দলটির ওপেনার নাঈম শেখ ১২৫ বলে ১৭৬ রানের দারুণ এক ইনিংস উপহার দেন। জবাবে ব্রাদার্স ইউনিয়ন ২৪৯ রানের বেশি করতে পারেনি। ১১০ বলে ৯৬ রান করেন দলটির ব্যাটার আইচ মোল্লা।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, মার্চ ০৯, ২০২৫
এমএইচএম