ঢাকা, মঙ্গলবার, ১৯ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

ক্রিকেট

কোহলির চোখে কোহলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, আগস্ট ১, ২০১৮
কোহলির চোখে কোহলি বিরাট কোহলি। ছবি: সংগৃহীত

কোনো এক অজানা কারণে ইংল্যান্ডের মাটিতে নেই তার মনে রাখার মতো কোনো ইনিংস। অথচ বর্তমান ক্রিকেট বিশ্ব বলতে গেলে একাই শাসন করেন তিনি। আবারও সেই ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে ভারত। এবার কী হাসবে ভারত অধিনায়ক বিরাট কোহলির ব্যাট? কেমন প্রস্তুতি হয়েছে? এমন সব প্রশ্নের উত্তর দিয়েছেন কোহলি।

ইংল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে ভারত অধিনায়ক মুখোমুখি হয়েছিলেন ভারতীয় সংবাদ মাধ্যমের। সেখানে উঠে এসেছে তরুণ কোহলি ও বর্তমান কোহলির চিন্তাধারার পার্থক্য।

কোহলি বলেন, ‘আমি যখন ক্যারিয়ার শুরু করি, তখন অনেক অনেক মন্তব্য শুনতাম। মানুষ কিছু না দেখেই অনেক বেশি বিচার করে ফেলতো। তাদের ধারণা ছিল, আমি অল্পতেই হারিয়ে যাব। কিন্তু এখন বাস্তবতা দেখেন। আপনি যদি পরিশ্রম করেন, তাহলে আপনি হতাশ হবেন না। ক্রিকেট আপনার হাতের ট্যাটু, আপনার জীবনব্যবস্থা দেখে না। আপনার নিবেদন, আপনার পরিশ্রম দেখে। ’

বর্তমান কোহলি যতোটা শান্ত ও ধীর, শুরুর দিকের কোহলি ছিলেন উগ্র ও আশান্ত। এসব নিয়েও কথা বলেন কোহলি। বলেন, ‘আপনার যদি ট্যাটু থাকে, কানে দুল পরেন বা চুলে নানান স্টাইল করে থাকেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তার মানে এই না যে, আপনি থেমে যাবেন। বিষয়টা এমন না যে, আমার চুলে জেল থাকায়, হাতে ট্যাটু থাকায় এগুলো নষ্ট হওয়ার ভয়ে আমি ফিল্ডিংয়ে ডাইভ দেব না। ’

কতোটা পাল্টেছেন নিজেকে তার উদাহরণ দিয়ে কোহলি বলেন, ‘আমার কাছে জেতাটা এক ধরনের নেশার মতো। এখন হয়তো আমি পরাজয়কে নিজের বাজে দিন হিসেবে মানতে শিখে নিয়েছি। কিন্তু শুরুতে হারলে আমি স্রেফ পাগল হয়ে যেতাম। আমি এখন বুঝতে শিখেছি যে আমি একাই কঠোর পরিশ্রম করলে হবে না বা একাই মাঠে বিশেষ কিছু করলে হবে না। আমাকে পুরো চিত্রটা দেখতে হবে। দলের জন্য, দেশের জন্য বিশেষ কিছু করার যে দায়িত্ব, সেটা পুরোপুরি পালন করতে হবে। ’

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৮

এমকেএম/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।