২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সেই ফাইনালের কথা মনে আছে? গুজরাটে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামে হয়েছিল ফাইনাল। গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ, স্টেডিয়ামে হাজির ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রায় দুই বছর পর ফের বৈশ্বিক ওয়ানডে মঞ্চে মুখোমুখি দুই জায়ান্ট। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনাল আজ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ফেভারিটের জমজমাট লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেটবিশ্ব। এবার কি তবে প্রতিশোধ নেবে ভারত, নাকি আরও একবার তাদের কাঁদাবে অস্ট্রেলিয়া?
এবারের চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে নাটকীয়তা চলেছে শুরু থেকেই। পাকিস্তান আয়োজক হলেও তাদের দেশে গিয়ে খেলতে রাজি হয়নি ভারতীয় দল। এ নিয়ে অনেক জল ঘোলা হওয়ার পর হাইব্রিড মডেলে চলছে আসর। যেখানে ভারত তাদের সব ম্যাচ খেলছে দুবাইয়ে। সেখানকার উইকেট এবং কন্ডিশনের কথা মাথায় রেখে ভারত স্পিন-নির্ভর বোলিং আক্রমণ সাজিয়েছে। তাতে সফলও হয়েছে তারা। সেমিফাইনালের আগে সব ম্যাচেই জিতে এসেছে রোহিতবাহিনী। এমনকি দুবাইকে ভারতের 'ঘরের মাঠ' হিসেবেও বলা হচ্ছে।
তবে দুবাই নিয়ে যে অপবাদ, তা মানতে রাজি নন রোহিত। ভারতের অধিনায়ক বলেন, ‘আমরা জানি না এখানকার উইকেট কেমন আচরণ করবে। সেমিফাইনালে কোন উইকেট ব্যবহার করা হবে, সেটাও জানি না। তবে যে কন্ডিশনই হোক না কেন, আমার মানিয়ে নিতে হবে। আর এটা আমাদের ঘরের মাঠ নয়, এটা দুবাই। এখানে আমরা খুব বেশি ম্যাচ খেলি না। তাই অন্যদের মতো এটা আমাদের জন্যও নতুন মাঠ। ’
তবে অস্ট্রেলিয়ার জন্য চিত্রটা সহজ নয়। এখন পর্যন্ত তিনটি ভিন্ন ভেন্যুতে খেলতে হয়েছে তাদের। এর মধ্যে দুটিতে আবার বৃষ্টি বাধা হয়। একটি পুরোপুরি বাতিল হয়ে যায়। তবে দুবাইয়ের প্রতিটি উইকেট ভিন্ন আচরণ করে। রাতে ঠাণ্ডাও পড়ে। ফলে পেসারদের জন্যও সুবিধা হতে পারে। তাতে অস্ট্রেলিয়ার লাভ হবে। কারণ তাদের মূল শক্তির জায়গাই পেস বোলিং। আর স্পিন-নির্ভর পিচে তাদের ভরসা লেগ স্পিনার অ্যাডাম জাম্পা তো আছেনই। কিন্তু ভারতের স্পিন আক্রমণে অক্ষর প্যাটেল, কুলদীপ যাদবের সঙ্গে আছেন বরুণ চক্রবর্তীও। সেদিক থেকে দেখলে স্পিন-বান্ধব পিচ পেলে ভারত এগিয়ে থাকবে।
ব্যাটারদের লড়াইয়ে আবার অস্ট্রেলিয়া এগিয়ে। জশ ইংলিস-স্মিথরা ফর্মে আছেন। আবার ভারতের কোহলি সেঞ্চুরি করেছেন, রানে আছেন শুভমান গিল-শ্রেয়াস আইয়াররা। সবমিলিয়ে সর্বশেষ পাঁচ সাক্ষাতে ৩-২ ব্যবধানে এগিয়ে ভারত। কিন্তু আইসিসির টুর্নামেন্ট হিসাব করলে শেষ লড়াইটির কথা শুরুতেই বলা হয়েছে।
ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, ঋষভ পান্ত, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হার্শিত রানা, মোহাম্মদ শামি, অর্শদীপ সিং, রবীন্দ্র জাদেজা, বরুণ চক্রবর্তী।
অস্ট্রেলিয়া: স্টিভ স্মিথ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যালেক্স কেরি, বেন ডোয়ারশুইস, নাথান এলিস, জেক ফ্রেজার-ম্যাকগার্ক, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, তানভীর সাঙ্গা, ম্যাথিউ শর্ট, অ্যাডাম জাম্পা।
বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, মার্চ ০৪, ২০২৫
এমএইচএম