ঢাকা, মঙ্গলবার, ১৯ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানকে হতাশ করে ‘না’ বলে দিল নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০০ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৮
পাকিস্তানকে হতাশ করে ‘না’ বলে দিল নিউজিল্যান্ড ছবি: সংগৃহীত

চলতি বছরের শেষ দিকে নিউজিল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজ খেলার আমন্ত্রণ জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে নিরাপত্তা ঝুঁকি থাকায় যেতে অনিচ্ছা প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। আগামী অক্টোবর-নভেম্বরে পাকিস্তানের দ্বিতীয় ঘরের মাঠ হিসেবে পরিচিত সংযুক্ত আরব আমিরাতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাওয়ার কথা রয়েছে কিউইদের।

এই সিরিজে তিনটি টেস্ট, তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও কয়েকটি টি-২০ খেলার কথা রয়েছে। যদিও সূচি এখনও প্রকাশ করা হয়নি।

কিন্তু পাকিস্তান আশা করেছিল টি-২০ সিরিজটি নিজ দেশে আয়োজন করতে।

এ ব্যাপারে নিউজিল্যান্ড ক্রিকেটের চেয়ারম্যান গ্রেগ ব্র্যাকলে বলেন, ‘দিন শেষে ‍আমাদের নিরাপত্তা নিয়ে চিন্তা করতে হচ্ছে। তবে কোনো সন্দেহ নেই যে, পাকিস্তান হতাশ হয়েছে। তারা নিজ দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে নিউজিল্যান্ডের মতো বড় দলকে খেলাতে চেয়েছিল। ’

চলতি বছরের শুরুর দিকে নিউজিল্যান্ডকে নিজ দেশে খেলার আমন্ত্রণ জানিয়েছিল পাকিস্তান।

২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর সন্ত্রাসীদের হামলার পর থেকে পাকিস্তান আমিরাতেই প্রায় সবকটি হোম সিরিজ খেলেছে। তবে ২০১৫ সালে জিম্বাবুয়ে সীমিত ওভারের একটি সিরিজের সফর করেছিল। আর সর্বশেষ ২০১৭ সালের সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিসের নেতৃত্বে বিশ্ব একাদশ একটি টি-২০ সিরিজ খেলে।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, ৩১ জুলাই, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।