ঢাকা, মঙ্গলবার, ১৯ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

ক্রিকেট

টাইগ্রেসদের আরেকটি দাপুটে জয়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, জুলাই ৮, ২০১৮
টাইগ্রেসদের আরেকটি দাপুটে জয় বাংলাদেশ নারী ক্রিকেট দল

ঢাকা: পাপুয়া নিউ গিনিরপর টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে আরেকটি দাপুটে জয় পেলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। নেদারল্যান্ডস নারী দলকে তারা গুঁড়িয়ে দিয়েছে ৭ উইকেটের বড় ব্যবধানে।

ডাচদের দেওয়া ৪৩ রানের লক্ষ্যে সালমারা ছুঁয়েছে দুই ওপেনার শারমিন সুলতানা, আয়েশা রহমান শুকতারা ও টপ অর্ডারের নিগার সুলতানাকে হারিয়ে।

শারমিন দলের হয়ে ১২ বলে সর্বোচ্চ ১৪ রান সংগ্রহ করেছেন।

দ্বিতীয় সর্বোচ্চ ৯ বল থেকে ১১ রান এসেছে ফারজানা হকের ব্যাট থেকে। দুজনের পুঁচকে ইনিংসে ৩ উইকেটে খরচায় লাল সবুজের নারী দল সংগ্রহ করেছে ৪৪ রান। বল বাকি ছিলো আরও ৭৩টি। টানা দ্বিতীয় এই জয়ে বিশ্বকাপের মূল পর্বের পথ সুগম করলো এশিয়ার চ্যাম্পিয়নরা।

এরআগে রোববার (৮ জুলাই) নেদারল্যান্ডসে টস হেরে ব্যাটিংয়ে নেমে টাইগ্রেসদের দাপুটে বোলিংয়ের সামনে ১৮ ওভারে ৪২ রানে গুটিয়ে যায় আয়োজক নেদারল্যান্ডস নারী দল। দলটির হয়ে সর্বোচ্চ ১৫ রান করেছেন স্টেরে ক্যালিস।

লাল সবুজের হয়ে উইকেট শিকারের প্রতিযোগিতায় দক্ষতা দেখিয়েছেন ফাহিমা খাতুন ও রুমানা আহমেদ। দুজনই ৩টি করে উইকেট শিকার করেছেন।

পান্না ঘোষ ২টি এবং নাহিদা আক্তার ও সালমা খাতুন শিকার করেছেন ১টি করে উইকেট।

বাংলাদেশ সময়: ২৩০৫ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৮
এইচএল/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।