ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ক্রিকেট

নিউজিল্যান্ডের ওডিআই দলে ফিরলেন গাপটিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৩ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৮
নিউজিল্যান্ডের ওডিআই দলে ফিরলেন গাপটিল ছবি:সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটির জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। যেখানে ইনজুরি সেরে স্কোয়াডে ফিরেছেন ওপেনার মার্টিন গাপটিল। দলের দুই স্পিনার মিচেল স্যান্টনার ও টড অ্যাস্টেলও নিজেদের জায়গা ধরে রেখেছেন।

গত মাসে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে কিউইদের ওয়ানডে সিরিজ হারানো দলে হ্যামিস্ট্রিং ইনজুরির কারণে ছিলেন না ডানহাতি ব্যাটসম্যান গাপটিল। তবে ফিটনেস ঠিক করে জাতীয় দলের সঙ্গে ফিরেছেন।

যেখানে দলটি ক্যারিবীয়দের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছে।

এদিকে গাপটিল ফেরায় কপাল পুঁড়লো আরেক ওপেনার জর্জ ওয়ার্কারের। কিউইদের শেষ তিন ওয়ানেডে ম্যাচের দুটিতে হাফসেঞ্চুরি করা এ ব্যাটসম্যান বাদ পড়লেন।

আগামী ৯ জানুয়ারি ওয়েলিংটনে পাঁচ ম্যাচ ওডিআই সিরিজে প্রথমটি মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও পাকিস্তান।

নিউজিল্যান্ড দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), টড অ্যাস্টেল, ডগ ব্রেসওয়েল, ট্রেন্ট বোল্ট, লোকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম লাথাম, কলিন মুনরো, হেনরি নিকোলস, মিচেল স্যান্টনার, টিম সাউদি, রস টেইলর।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, ০১ জানুয়ারি, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।