ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ক্রিকেট

ক্রিকেট অস্ট্রেলিয়ার টি-২০ দলে সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
ক্রিকেট অস্ট্রেলিয়ার টি-২০ দলে সাকিব সতীর্থদের মাঝে সাকিব-ছবি:সংগৃহীত

২০১৭ সাল শেষ হতে আর কয়েকট ঘণ্টা বাকি। ইতোমধ্যে এই এক বছরের ক্রিকেটে কারা সেরা পারফরম্যান্স করেছেন তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। যার ভিত্তিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার নিজস্ব ওয়েবসাইট ক্রিকেট ডট কম ডট এইউ ২০১৭ সালের সেরা টি-টোয়েন্ট একাদশ প্রকাশ করেছে। যেখানে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান।

এ তালিকা করতে ক্রিকেট অস্ট্রেলিয়া সারা বছর খেলা জাতীয় দল ও ক্লাবের ম্যাচগুলো যুক্ত করেছে। আর নিজ দেশ, ঢাকা ডায়নামাইটস, জ্যামাইজা তালাওয়াস, কলকাতা নাইট রাইডার্স ও পেশোয়ার জালমির হয়ে সাকিব এ সময় মোট ২৯টি ম্যাচ খেলেছেন।

সাকিব ২০ গড়ে ৪৪৭ রান করেছেন। এছাড়া ৬.৯ ইকোনোমিতে ৩৭টি উইকেট তুলে নিয়েছেন। বাঁহাতি এ তারকার সেরা বোলিং স্পেল ছিল ১৬ রানের বিনিময়ে পাঁচ উইকেট। স্পিন অলরাউন্ডার ক্যাটাগরিতে তিনি সুযোগ পেয়েছেন।

সাকিব বর্তমানে আন্তর্জাতিক টি-২০ র‍্যাংকিংয়েও শীর্ষে অবস্থান করছেন।

ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা টি-২০ একাদশঃ

১. ব্র্যান্ডন ম্যাককালাম (৫৮ ম্যাচে ১৫০৩ রান, সর্বোচ্চ ৯১)।
২. ক্রিস গেইল (৪৪ ম্যাচে ১২৭৯ রান, সর্বোচ্চ ১৪৬*)।
৩. এভিন লুইস (৩২ ম্যাচে ১১২৪ রান, সর্বোচ্চ ১২৫*)।
৪. হাশিম আমলা (২৬ ম্যাচে ১০২১ রান, সর্বোচ্চ ১০৪*)।
৫. এবি ডি ভিলিয়ার্স (২৩ ম্যাচে ৭৭৯ রান, সর্বোচ্চ ৮৯*)।
৬. লুক রঞ্চি (উইকেটকিপার) (৩৫ ম্যাচে ১০৪৯ রান, সর্বোচ্চ ১০২)।
৭. সাকিব আল হাসান (২৯ ম্যাচে ৪৪৭ রান, ৩৭ উইকেট, সেরা বোলিং ৫/১৬)।
৮. সুনিল নারিন (৬৪ ম্যাচে ৬২ উইকেট, ৭৬০ রান, সেরা বোলিং ৩/১০)।
৯. মোহাম্মদ আমির (২৮ ম্যাচে ৩৪ উইকেট, সেরা বোলিং ৪-১৩)।
১০. ওহাব রিয়াজ (৩২ ম্যাচে ৪১ উইকেট, সেরা বোলিং ৩/১৫)।
১১. রশিদ খান (৫৫ ম্যাচে ৭৮ উইকেট, সেরা বোলিং ৫/৩)।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, ৩১ ডিসেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।