ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জয়াবর্ধনেকে ছাড়িয়ে নতুন উচ্চতায় কুক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৭
জয়াবর্ধনেকে ছাড়িয়ে নতুন উচ্চতায় কুক ছবি: সংগৃহীত

রানে ফিরেছেন ইংল্যান্ডের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান অ্যালিস্টার কুক। অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজে প্রথমবার হাসছে সাবেক অধিনায়কের ব্যাট। দল ইতোমধ্যেই সিরিজ হেরে গেলেও মেলবোর্নে চতুর্থ টেস্টে সেঞ্চুরি হাঁকিয়ে নিজেকে নতুন উচ্চতায় নিয়েছেন ক্রিসমাস ডে’তে ৩৩-এ পা রাখা কুক।

টেস্টের সর্বোচ্চ রানসংগ্রাহক তালিকায় শ্রীলঙ্কার সাবেক ব্যাটিং আইকন মাহেলা জয়াবর্ধনেকে (১১৮১৪) ছাড়িয়ে গেছেন সেঞ্চুরি হাঁকানো কুক। উঠে এসেছেন অষ্টম স্থানে।

ওয়েস্ট ইন্ডিজের শিবনারায়ণ চন্দরপলকেও (১১৮৬৭) টপকে যাওয়ার পথে এই বাঁহাতি ওপেনার। ১৫৯২১ রান নিয়ে সবার শীর্ষে শচীন টেন্ডুলকার। ভারতীয় ব্যাটিং ঈশ্বরের ধারেকাছেও কেউ নেই।

দ্বিতীয় অবস্থানে রিকি পন্টিং। সাদা পোশাকে সাবেক অজি অধিনায়কের রান ১৩৩৭৮। এরপর যথাক্রমে জ্যাক ক্যালিস (১৩২৮৯), রাহুল দ্রাবিড় (১৩২৮৮), কুমার সাঙ্গাকারা (১২৪০০), ব্রায়ান লারা (১১৯৫৩)।

টেস্ট ক্রিকেটে এটি কুকের ৩২তম সেঞ্চুরি। যা স্টিভ ওয়াহর সঙ্গে যৌথভাবে সপ্তম সর্বোচ্চ। সবচেয়ে বেশি ৫১টি শতকের মালিক টেন্ডুলকার। আর কারও পঞ্চাশটি নেই। ৪৫টির মালিক ক্যালিস।

ক্যারিয়ারের ১৫১তম টেস্ট খেলছেন কুক। ইংল্যান্ডের জার্সিতে সবচেয়ে বেশি। তার সামনে আছেন সাতজন। যথাক্রমে টেন্ডুলকার (২০০), পন্টিং (১৬৮), স্টিভ ওয়াহ (১৬৮), ক্যালিস (১৬৬), চন্দরপল (১৬৪), দ্রাবিড় (১৬৪) ও অ্যালান বোর্ডার (১৫৬)।

ইতোমধ্যেই পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজ হেরে (৩-০) গেছে ইংল্যান্ড। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ঘুরে দাঁড়ানোর মিশনে প্রথম ইনিংসে অজিদের ৩২৭ রানে অলআউট করে দুই উইকেটে ১৯২ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ইংলিশরা। কুক ১০৪ ও অধিনায়ক জো রুট ৪৯ রান অপরাজিত থেকে মাঠ ছাড়েন। টেস্টে কুকের রান দাঁড়িয়েছে ১১৮১৬।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ২৭ ডিসেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।