ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ক্রিকেট

সুনামগঞ্জে টি-২০ স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
সুনামগঞ্জে টি-২০ স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

সুনামগঞ্জ: সুনামগঞ্জে জেলা প্রশাসক কাপ টি-২০ স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৪ ডিসেম্বর) বিকেলে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে এ খেলার উদ্বোধন করেন ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন সিকদার।

জেলা প্রশাসক সাবিরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ-মৌলভীবাজার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামছুন নাহার বেগম, সিলেট ক্রীড়া সংস্থার সম্পাদক শফিউল ইসলাম নাদেল, পৌর মেয়র আয়ূব বখত জগলুল, সিভিল সার্জন আশুতুষ দাস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইমদাদ রেজা চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।