ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

নতুন সূচিতে আরও দুটি টি-২০ পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
নতুন সূচিতে আরও দুটি টি-২০ পেল বাংলাদেশ ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

২০১৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত চার বছরের জন্য টেস্ট খেলুড়ে দেশগুলোর ফিউচার ট্যুরস প্রোগ্রাম (এফটিপি) বা ভবিষ্যত সূচি ঘোষণা করে আইসিসি। তবে এই প্রস্তাবিত সূচিতে কিছুটা পরিবর্তন এনেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। যেখানে দুটি টি-টোয়েন্টি ম্যাচ বেড়েছে বাংলাদেশের।

আগের সূচিতে তিন ফরম্যাট মিলিয়ে ১২২টি ম্যাচ পেয়েছিল টাইগাররা। তবে এবার বেড়ে ১২৪টি হলো।

যেখানে ৩৫টি টেস্ট, ৪৫টি ওয়ানডে ও ৪২টি টি-২০ ছিল। নতুন সূচিতে টেস্ট ও ওয়ানডে আগের মতোই থাকছে। তবে দুটি টি-২০ বাড়ায় তা এখন দাঁড়িয়েছে ৪৪টিতে।

এদিকে পূর্বে বেশ কম ম্যাচ থাকায় ক্ষোভ ঝেড়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু নতুন সূচিতে তাদের ম্যাচ সংখ্যা বেড়েছে। আগের সূচিতে তিন ফরম্যাটে ১০৪টি ম্যাচ পেয়েছিল পাকিস্তান, কিন্তু নতুন সূচিতে ১৭টি বেড়ে ১২১টি হয়েছে।

আগামী ফেব্রুয়ারিতে আইসিসি প্রধান নির্বাহীদের সভায় এই সূচি পাঠানো হবে। সেখানে অনুমোদন হলে চূড়ান্ত অনুমোদনের আগামী জুনে আইসিসি বোর্ড সভায় পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, ২০ ডিসেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।