ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ক্রিকেট

ক্যারিবীয়দের বিপক্ষে লিড নিল কিউইরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
ক্যারিবীয়দের বিপক্ষে লিড নিল কিউইরা ছবি:সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি পাঁচ উইকেটে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করা ক্যারিবীয়রা নির্ধারিত ৫০ ওভার শেষে নয় উইকেট হারিয়ে ২৪৮ রান করে। জবাবে পাঁচ উইকেট হারিয়ে ও ২৪ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় কিউইরা।

ওয়ানগারি স্টেডিয়ামে ২৪৯ রানের লক্ষ্যে খেলতে নেমে টপ অর্ডার ব্যাটসম্যানদের দৃঢ়তায় জয় পায় স্বাগতিক নিউজিল্যান্ড। উদ্বোধনী জুটিতে জর্জ ওয়ার্কার ও কলিন মুনরো ১০৮ রান যোগ করেন।

সর্বোচ্চ ৫৭ রান করেন ওয়ার্কার। তবে ৪৯ রানের বিদায় নেন মুনরো। শেষ দিকে অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেইলর ৪৯ রানে অপরাজিত থেকে দলকে জেতান।

ক্যারিবীয় বোলারদের মধ্যে দুটি করে উইকেট পান অধিনায়ক জেসন হোল্ডার ও অ্যাশলে নার্স। একটি উইকেট পান কেসরিক উইলিয়ামস।

টসে হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও ব্যক্তিগত ২২ রানে ফেরত যান সদ্যই বিপিএল মাতিয়ে যাওয়া ক্রিস গেইল। সর্বোচ্চ ৭৬ রান করেন বিপিএলে ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলা আরেক তারকা এভিন লুইস। রোভম্যান পাওয়েল ৫৯ রান করলেও আর কোনো ব্যাটসম্যান নিজের নামের প্রতি সুবিচার করতে না পারলে স্কোর বড় হয়নি সফরকারীদের।

ডাগ ব্রেসওয়েল একাই চার উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার পান। তিনটি উইকেট পান টড অ্যাস্টেল। এছাড়া দুটি উইকেট পান লোকি ফার্গুসন।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, ২০ ডিসেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।