ঢাকা, মঙ্গলবার, ২৫ ফাল্গুন ১৪৩১, ১১ মার্চ ২০২৫, ১০ রমজান ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ ম্যাচের আগে ধরাশায়ী ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫০ ঘণ্টা, মে ৩০, ২০১৭
বাংলাদেশ ম্যাচের আগে ধরাশায়ী ইংল্যান্ড বাংলাদেশ ম্যাচের আগে হারের লজ্জায় ইংল্যান্ড/ছবি: সংগৃহীত

হারের ধাক্কা নিয়ে চ্যাম্পিয়নস ট্রফি মিশনে নামবে ইংল্যান্ড। বাংলাদেশ ম্যাচের আগে দক্ষিণ আফ্রিকার কাছে ধরাশায়ী হয়েছে ইংলিশরা। সিরিজ জিতে নিলেও তৃতীয় ওয়ানডেতে বাজেভাবেই হেরে গেছে ইয়ন মরগানের দল।

কাগিসো রাবাদার বোলিং তাণ্ডবে ২০ রানেই ৬ উইকেট হারিয়ে বসে ইংল্যান্ড! জনি বেয়ারস্টোর (৫১) ফিফটি ও টেলএন্ডার টবি রোল্যান্ড জোনসের অপরাজিত ৩৭ রানে লজ্জা এড়ায় স্বাগতিকরা। আট নম্বরে নামা ডেভিড উইলি করেন ২৬।

৩১.১ ওভারে অলআউট হওয়ার আগে ইংলিশদের পুঁজি দাড়ায় ১৫৩। এ ম্যাচে বিশ্রামে থাকেন দ্বিতীয় ওয়ানডের সেঞ্চুরিয়ান বেন স্টোকস।

ইংল্যান্ডের টপঅর্ডার এলোমেলো করে দেন কাগিসো রাবাদা/ছবি: সংগৃহীতরাবাদা চারটি উইকেট দখল করেন। তিনটি করে নেন ওয়েন পারনেল ও স্পিনার কেশব মহারাজ।

মামুলি লক্ষ্যটা সাত উইকেট ও ২১.১ ওভার হাতে রেখে টপকে যায় সফরকারীরা। ওপেনিং জুটিতে ৯৫ রান তোলেন হাশিম আমলা (৫৫) ও কুইন্টন ডি কক (৩৪)। ডেপি ডুমিনি ২৮ ও এবি ডি ভিলিয়ার্স ২৭ রানে অপরাজিত থাকেন।

এর আগে জেতা ম্যাচ হাতছাড়া করে সিরিজ খোয়ায় ‘চোকার’ খ্যাত প্রোটিয়ারা। পাঁচ উইকেট হাতে রেখে শেষ ওভারে ৭ রান নিতে পারেননি দুই সেট ব্যাটসম্যান ক্রিস মরিস ও ডেভিড মিলার। লর্ডসে সিরিজের শেষ ম্যাচে সাত উইকেটে দাপুটে জয়ে আত্মবিশ্বাস নিয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে চোখ রাখছেন আমলা-ডি ভিলিয়ার্সরা।

স্বাগতিক হিসেবে চ্যাম্পিয়নস ট্রফির আগমুহূর্তে মরগানদের এমন অসহায় আত্মসমর্পণ কাম্য ছিল না সমর্থকদের। ইংলিশদের সামনে এবার ছন্দে থাকা বাংলাদেশ। ১ জুন (বৃহস্পতিবার) উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে দু’দল। লন্ডনের কেনিংটন ওভালে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, ৩০ মে, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।