ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ক্রিকেট

নতুন বছরকে ক্রিকেটারদের শুভেচ্ছা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৭ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৭
নতুন বছরকে ক্রিকেটারদের শুভেচ্ছা বাঁ থেকে শচীন, মুশফিক, আফ্রিদি ও গেইল-ছবি:সংগৃহীত

বিদায় নিল ২০১৬। নতুনের আগমন জানিয়ে এলো ২০১৭। শত ব্যস্ততার মাঝেও নতুন বছরকে স্বাগত জানাতে খুব কম মানুষই ভোলে। আর তারকারা তো যেন অপেক্ষাতেই থাকেন নতুন বছর উদযাপনে। এতে কোনো অংশেই পিছিয়ে থাকেন না বিশ্বের নামি ক্রিকেটাররাও।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ২০১৭ সাল পা দেওয়ার পরই শুভেচ্ছা জানাতে শুরু করেন ক্রিকেটাররা। ভারতীয় ক্রিকেট ঈশ্বর তার টুইটার অ্যাকাউন্টে জানান, নতুন বছরে কামনা করি সবাই শান্তি, ভালোবাসা, ও হাস্যজ্জ্বল থাকবে।

হ্যাপি নিউ ইয়ার।

বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম তার ফেসবুক পেজে লিখেছেন, ‘সারা বছর আমাদের সমর্থন করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল। সবাইকে ২০১৭ সালের শুভেচ্ছা। নতুন বছর ভালো কাটুক। ’  

টুইটারে নিয়মিত ব্যস্ত সময় পার করা বীরেন্দ্রর শেওয়াগ জানান, ‘হ্যাপি নিউ ইয়ার। পৃথিবীটা আরও বেশি প্রেমময়, আনন্দময় হয়ে উঠুক। ’ ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান কেভিন পিটারসেন জানান, ‘হ্যাপি নিউ ইয়ার! আমরা একজন আরেক জনের সাহায্যে এগিয়ে আসার চেষ্টা করবো। ’ ক্যারিবীয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল জানান, ‘অল দ্য বেস্ট ২০১৭ পেপস। ’

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক তার টুইটার অ্যাকাউন্টে জানান, ‘সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। ২০১৭ সালে নিজেকে সেরা ভাবে তৈরি করো। ’ পাকিস্তানী ক্রিকেটার শহীদ আফ্রিদি জানান, ‘২০১৭’তে আমরা সকলের জায়গা থেকে যেন ভালো কিছু করতে পারি। ’

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ০১ জানুয়ারি, ২০১৬
এমএমএস/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।