ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ক্রিকেট

প্রোটিয়া বোলিংয়ে চাপের মুখে লঙ্কানরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
প্রোটিয়া বোলিংয়ে চাপের মুখে লঙ্কানরা প্রোটিয়া বোলিংয়ে চাপের মুখে লঙ্কানরা/ছবি: সংগৃহীত

প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ২৮৬ রানের জবাবে ১৮১ করতেই সাত উইকেট হারিয়ে চাপের মুখে শ্রীলঙ্কা। তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে এখনো ১০৫ রানে পিছিয়ে লঙ্কানরা।

ঢাকা: প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ২৮৬ রানের জবাবে ১৮১ করতেই সাত উইকেট হারিয়ে চাপের মুখে শ্রীলঙ্কা। তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে এখনো ১০৫ রানে পিছিয়ে লঙ্কানরা।

পোর্ট এলিজাবেথের উইকেটে বোলারদের দাপট স্পষ্ট। ছয় উইকেটে ২৬৭ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে ১৯ রান যোগ করতেই বাকি চারটি উইকেট হারায় স্বাগতিকরা। সর্বোচ্চ ৬৩ রান আসে জেপি ডুমিনির ব্যাট থেকে। ওপেনার স্টিফেন কুক ৫৯, ডিন এলগার ৪৫, হাশিম আমলা ২০, অধিনায়ক ফাফ ডু প্লেসিস ৩৭, কুইন্টন ডি কক ৩৭ রান করে আউট হন।

পেসার সুরাঙ্গা লাকমল একাই পাঁচটি উইকেট দখল করেন। দু’টি করে নেন নুয়ান প্রদীপ ও স্পিনার রঙ্গনা হেরাথ।

প্রোটিয়াদের তিনশ’র নিচে আটকে রাখলেও স্বস্তিতে নেই সফরকারীরা। ফিল্যান্ডার-অ্যাবটদের নিয়ন্ত্রিত বোলিংয়ে লিড নেওয়ার লক্ষ্যটাই কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। দলপতি অ্যাঞ্জেলো ম্যাথিউস ৩৯, দিনেশ চান্দিমাল ২৮ ও হেরাথ ২৪ রান করে সাজঘরে ফেরেন। এখন ৪৩ রানে অপরাজিত থাকা ধনাঞ্জয়া ডি সিলভার ব্যাটে তাকিয়ে লঙ্কানরা।

ভারনন ফিল্যান্ডার তিনটি, কাইল অ্যাবট দু’টি আর একটি করে উইকেট নেন কাগিসো রাবাদা ও কেশব মহারাজ।

বাংলাদেশ সময়: ০৯২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।