ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে বল টেম্পারিং!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে বল টেম্পারিং! প্রথম ম্যাচের একটি দৃশ্য/ছবি: সংগৃহীত

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। সফরকারী বাংলাদেশের বিপক্ষে ৭৭ রানের জয় পাওয়া ম্যাচটির পর বল টেম্পারিংয়ের অভিযোগ উঠেছে স্বাগতিক দলপতি কেন উইলিয়ামসনের বিপক্ষে।

ঢাকা: তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। সফরকারী বাংলাদেশের বিপক্ষে ৭৭ রানের জয় পাওয়া ম্যাচটির পর বল টেম্পারিংয়ের অভিযোগ উঠেছে স্বাগতিক দলপতি কেন উইলিয়ামসনের বিপক্ষে।

তবে, ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, আইসিসি থেকে এখনও কোনো বিবৃতি দেওয়া হয়নি।

কিউই সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, ক্রাইস্টচার্চের হেগলি ওভালে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচের পর ভারতীয় আম্পায়ার চেত্তিথোদি শামসুদ্দিন উইলিয়ামসনের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ আনেন। কিন্তু, উইলিয়ামসন বল টেম্পারিংয়ের অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন।

কিউইদের ছুঁড়ে দেওয়া ৩৪২ রানের টার্গেটে বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে নামেন তামিম ইকবাল। ট্রেন্ট বোল্টের প্রথম ওভারে ফাইন লেগ দিয়ে তামিম বাউন্ডারি হাঁকান। এ সময় বলটি গিয়ে বিজ্ঞাপনের হোর্ডিংয়ে আঘাত করে। যার কারণে বলের বিকৃতি ঘটে বলে জানান উইলিয়ামসন।

উইলিয়ামসন জানান, ‘বলটা বিজ্ঞাপনের হোর্ডিংয়ে লাগায় তাতে একটা চিহ্ন পড়ে গিয়েছিল। ম্যাচের আম্পায়ারদের অবশ্যই তখন কিছু বলা উচিত ছিল। কারণ এটি প্রথম ওভারেই হয়েছে। ’

এদিকে, অভিযোগ আনা আম্পায়ার শামসুদ্দিন জানান, ‘আমি এ বিষয়টি নিয়ে কিছু বলতে চাই না। ’

বলের কোনো বিকৃতি ঘটানো হয়নি বলে জানিয়েছেন কিউইদের ম্যাচ জয়ের নায়ক টম ল্যাথাম। তিনি জানান, ‘আসলে বিজ্ঞাপনের বোর্ডে লেগে বলের বিকৃতি ঘটেছে। এটা তেমন কিছু নয়। বল বিজ্ঞাপনের হোর্ডিংয়ে লাগায় এতে কিছু চিহ্ন দেখা যায়। আম্পায়ার আর দলপতি একে অন্যের সাথে কথা বলে বিষয়টি মিটিয়ে ফেলেছে। ’

আগামী বৃহস্পতিবার নেলসনে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। তিন ম্যাচ সিরিজে ১-০ তে পিছিয়ে টাইগাররা।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ২৭ ডিসেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।