ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ক্রিকেট

বর্ষসেরা দলে নেই কোনো বাংলাদেশি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
বর্ষসেরা দলে নেই কোনো বাংলাদেশি আইসিসির ঘোষিত ওয়ানডে দল/ছবি: সংগৃহীত

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, আইসিসি ২০১৬ সালের বর্ষসেরা ওয়ানডে এবং টেস্ট দল ঘোষণা করেছে। দুই ফরমেটের দলে নেই কোনো টাইগার ক্রিকেটার।

ঢাকা: ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, আইসিসি ২০১৬ সালের বর্ষসেরা ওয়ানডে এবং টেস্ট দল ঘোষণা করেছে। দুই ফরমেটের দলে নেই কোনো টাইগার ক্রিকেটার।

ওয়ানডে দলের অধিনায়ক করা হয়েছে ভারতীয় ব্যাটিং সেনসেশন বিরাট কোহলিকে। তবে, টেস্ট দলে সুযোগ হয়নি কোহলির। সাদা পোশাকের দলে নেতৃত্বভার ইংল্যান্ডের অ্যালিস্টার কুকের ওপর।

আইসিসির ঘোষিত ওয়ানডে দলে বাংলাদেশি কোনো ক্রিকেটারের সঙ্গে নাম নেই শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, পাকিস্তান, জিম্বাবুয়ের ক্রিকেটারের নাম। প্রাধান্য পেয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা আর ভারতের ক্রিকেটাররা। একজন রয়েছে ওয়েস্ট ইন্ডিজ থেকে।

এদিকে, টেস্ট দলে একজন করে লঙ্কান আর কিউই ক্রিকেটার সুযোগ পেয়েছেন। সেখানেও ভারতীয়দের সঙ্গে ইংলিশ আর অজিদের প্রাধান্য।

ওয়ানডে দলের স্কোয়াড:
১। ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)
২। কুইন্টন ডি কক (দ. আফ্রিকা/উইকেটরক্ষক)
৩। রোহিত শর্মা (ভারত)
৪। বিরাট কোহলি (ভারত/অধিনায়ক)
৫। এবিডি ভিলিয়ার্স (দ. আফ্রিকা)
৬। জোস বাটলার (ইংল্যান্ড)
৭। মিচেল মার্শ (অস্ট্রেলিয়া)
৮। রবীন্দ্র জাদেজা (ভারত)
৯। মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)
১০। কেগিসো রাবাদা (দ. আফ্রিকা)
১১। সুনীল নারাইন (ওয়েস্ট ইন্ডিজ)
দ্বাদশ ক্রিকেটার: ইমরান তাহির (দ. আফ্রিকা)

আইসিসির ঘোষিত টেস্ট দল/ছবি: সংগৃহীতটেস্ট দলের স্কোয়াড:
১। ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)
২। অ্যালিস্টার কুক (ইংল্যান্ড/অধিনায়ক)
৩। কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)
৪। জো রুট (ইংল্যান্ড)
৫। অ্যাডাম ভোজেস (অস্ট্রেলিয়া)
৬। জনি বেয়ারস্টো (ইংল্যান্ড/উইকেটরক্ষক)
৭। বেন স্টোকস (ইংল্যান্ড)
৮। রবিচন্দ্রন অশ্বিন (ভারত)
৯। রঙ্গনা হেরাথ (শ্রীলঙ্কা)
১০। মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)
১১। ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা)
দ্বাদশ ক্রিকেটার: স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া)

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, ২২ ডিসেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।