ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ক্রিকেট

কোহলির সাফল্যে ধোনির চ্যালেঞ্জ দেখছেন গাঙ্গুলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
কোহলির সাফল্যে ধোনির চ্যালেঞ্জ দেখছেন গাঙ্গুলি বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনি/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

বিরাট কোহলির নেতৃত্বে টেস্টে টানা সাফল্যে উড়ছে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিপক্ষে ৪-০ তে পাঁচ ম্যাচের সিরিজ জেতায় দলের পাশাপাশি কোহলির অধিনায়কত্বের ভূয়সী প্রশংসাই করেছেন সৌরভ গাঙ্গুলি। ভারতের সাবেক অধিনায়কের অনুভূতি, সাদা পোশাকে ধারাবাহিক সাফল্য আসন্ন ওডিআই সিরিজে সীমিত ওভারের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ওপর চাপ ফেলবে।

ঢাকা: বিরাট কোহলির নেতৃত্বে টেস্টে টানা সাফল্যে উড়ছে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিপক্ষে ৪-০ তে পাঁচ ম্যাচের সিরিজ জেতায় দলের পাশাপাশি কোহলির অধিনায়কত্বের ভূয়সী প্রশংসাই করেছেন সৌরভ গাঙ্গুলি।

ভারতের সাবেক অধিনায়কের অনুভূতি, সাদা পোশাকে ধারাবাহিক সাফল্য আসন্ন ওডিআই সিরিজে সীমিত ওভারের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ওপর চাপ ফেলবে।

চেন্নাই টেস্টে (১৬-২০ ডিসেম্বর) ইংলিশদের ইনিংস ব্যবধানে হারিয়ে নিজেদের ক্রিকেট ইতিহাসে টানা ১৮ ম্যাচে অপরাজেয় (১৪ জয়, ৪ ড্র) থাকার নতুন রেকর্ড গড়ে ভারত। এছাড়াও টানা পাঁচটি টেস্ট সিরিজ নিজেদের করে নেয় শচীন-দ্রাবিড়-গাঙ্গুলিদের উত্তরসূরিরা।

অধিনায়ক হিসেবে ১৪তম টেস্ট জিতে স্বদেশী কিংবদন্তি মোহাম্মদ আজহারউদ্দিনের পাশে নাম লেখান কোহলি। ভারতের অধিনায়ক হিসেবে এটি যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ জয়ের রেকর্ড। যদিও কোহলির যেখানে লেগেছে ২২ ম্যাচ সেখানে ৪৭তম ম্যাচে গিয়ে এমন কীর্তি গড়েছিলেন আজহারউদ্দিন। এ তালিকায় সবার উপরে ধোনি (৬০ ম্যাচে ২৭ জয়)। দ্বিতীয় অবস্থানে থাকা গাঙ্গুলি ৪৯ ম্যাচে নেতৃত্ব দিয়ে ২১ বার জয়ের দেখা পান।

টেস্টে অধিনায়ক কোহলির দুর্দান্ত পারফরম্যান্সে আবারো দীর্ঘমেয়াদি ওয়ানডে অধিনায়ত্বের বিতর্কটি জোরালো হলো। গাঙ্গুলির দৃষ্টিতে আসন্ন ওডিআই সিরিজটি ধোনির জন্য অগ্নিপরীক্ষা! ২০১৯ বিশ্বকাপ ঘিরে নির্বাচকদের যথাযথভাবে পরিকল্পনা শুরু করা উচিৎ বলেও নিজের অভিমত ব্যক্ত করেন তিনি।

এক সাক্ষাৎকারে গাঙ্গুলি বলেন, ‘আমি নিশ্চিত কোহলির টেস্ট সাফল্য নির্বাচকদের ওপর চাপ তৈরি করবে। আমি মনে করি, কোহলিকে অপেক্ষা করতে হবে। সে একদিন ওয়ানডে দলেরও অধিনায়ক হবে এবং এটা সময়ের ব্যাপার মাত্র। কিন্তু, নির্বাচকদের সিদ্ধান্ত নিতে হবে ২০১৯ বিশ্বকাপে তারা কাকে অধিনায়ক হিসেবে দেখতে চায় এবং সে অনুযায়ীই পরিকল্পনা করতে হবে। আমার মতে, সীমিত ওভারে ইংল্যান্ড সিরিজটি হবে ধোনির জন্য চ্যালেঞ্জিং। ’

উল্লেখ্য, ক্রিসমাসের (বড়দিন) ছুটি কাটিয়ে সীমিত ওভারের সিরিজ (তিনটি ওয়ানডে ও তিনটি টি-২০) খেলতে আবারো ভারতে পা রাখবে ইংলিশ টিম। আগামী বছরের ১৫ জানুয়ারি পুনেতে প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। বাকি দুই ম্যাচ ১৯ ও ২২ জানুয়ারি। ২৬, ২৯ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি ম্যাচগুলো মাঠে গড়াবে।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।