ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানের লড়াই, অজিদের অপেক্ষা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
পাকিস্তানের লড়াই, অজিদের অপেক্ষা ছবি: সংগৃহীত

ব্যাটিংয়ে দুর্দান্ত লড়াইয়ে দিবারাত্রির ব্রিসবেন টেস্ট পঞ্চম দিনে নিয়ে গেল পাকিস্তান। জয়ের জন্য অস্ট্রেলিয়ার চাই আর মাত্র দু’টি উইকেট। পাকিস্তানের ১০৮ রান। সফরকারীদের আশার প্রদীপ সেঞ্চুরিয়ান আসাদ শফিক। ৪৯০ রানের লক্ষ্যে চতুর্থ দিন শেষে তাদের সংগ্রহ দাঁড়িয়েছে আট উইকেটে ৩৮২।

ঢাকা: ব্যাটিংয়ে দুর্দান্ত লড়াইয়ে দিবারাত্রির ব্রিসবেন টেস্ট পঞ্চম দিনে নিয়ে গেল পাকিস্তান। জয়ের জন্য অস্ট্রেলিয়ার চাই আর মাত্র দু’টি উইকেট।

পাকিস্তানের ১০৮ রান। সফরকারীদের আশার প্রদীপ সেঞ্চুরিয়ান আসাদ শফিক। ৪৯০ রানের লক্ষ্যে চতুর্থ দিন শেষে তাদের সংগ্রহ দাঁড়িয়েছে আট উইকেটে ৩৮২।

স্কোর: অস্ট্রেলিয়া - ৪২৯ ও ২০২/৫ ডিক্লে.
পাকিস্তান - ১৪২ ও ৩৮২/৮ (১২৩ ওভার)

তৃতীয় দিনের করা দুই উইকেটে ৭০ রান নিয়ে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। ৭১ করে ফেরেন ওপেনার আজহার আলী। রান খরা কাটিয়ে ৬৫ রানের ইনিংস খেলেন ইউনিস খান। তবে দ্রুত ফিরে যান অধিনায়ক মিসবাহ উল হক (৫)।

দলীয় ১৭৩ রানে পাঁচ উইকেট হারানোর পর সরফরাজ আহমেদকে (২৪) নিয়ে ষষ্ঠ উইকেট জুটিতে ৪৭ রান তোলেন শফিক। মোহাম্মদ আমিরের (৪৮)  সঙ্গে জমে ওঠা পার্টনারশিপে যোগ হয় আরো ৯২ রান।

আমিরের বিদায়ে শফিককে ‘যোগ্য’ সঙ্গ দেন আরেক পেস তারকা ওয়াহাব রিয়াজ (৩০)। দু’জনের অষ্টম উইকেট জুটিতে আসে ৬৬। দিনের শেষ ওভারে (১২৩তম) ওয়াহাবকে ফিরিয়ে অজিদের স্বস্তি এনে দেন জ্যাকসন বার্ড। এখন আসাদ শফিকের সঙ্গী লেগস্পিনার ইয়াসির শাহ (৪ অপ.)।

মিচেল স্টার্ক ও বার্ড তিনটি করে উইকেট দখল করেন। দু’টি নেন স্পিনার নাথান লিওন।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।