ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ক্রিকেট

টানা দুই জয়ে সেমির পথে ‍বাংলাদেশ যুবারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
টানা দুই জয়ে সেমির পথে ‍বাংলাদেশ যুবারা ছবি: সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে আফগানিস্তানের পর সিঙ্গাপুরের বিপক্ষেও প্রত্যাশিত দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ যুবারা। সিঙ্গাপুরের দেয়া ৭১ রানের সহজ লক্ষ্যটা তিন উইকেট হারিয়ে মাত্র ৫ ওভারেই টপকে গেছেন সাইফ হাসানরা।

ঢাকা: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে আফগানিস্তানের পর সিঙ্গাপুরের বিপক্ষেও প্রত্যাশিত দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ যুবারা। সিঙ্গাপুরের দেয়া ৭১ রানের সহজ লক্ষ্যটা তিন উইকেট হারিয়ে মাত্র ৫ ওভারেই টপকে গেছেন সাইফ হাসানরা।

ওয়ানডে ম্যাচে অনেকটা টি-টোয়েন্টির মেজাজে ব্যাট চালান অধিনায়ক সাইফ হাসান ও আফিফ হোসেন। দু’জনের ওপেনিং জুটিতে প্রথম দুই ওভারে আসে ৩৯ রান। আগের ম্যাচে অর্ধশতক হাঁকানো সাইফ ফেরেন ১১ বলে ৩৩ করে।

সমান ৬ রান করে আউট হন আফিফ ও রায়ান রাফসান রহমান। মোহাম্মদ সজিব হোসেন ৭ ও মোহাম্মদ রাকিব ১৩ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। সিঙ্গাপুরের পেসার আনশ ভারগাভা দু’টি ও বাকি উইকেটটি নেন অফস্পিনার রোহান রঙ্গরাজন।

এর আগে গল আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামা সিঙ্গাপুর হালিম-নাঈমদের বোলিং তোপের মুখেই পড়ে। ২৫.৫ ওভারে মাত্র ৭০ রানে সবকটি উইকেট হারায় তারা। সর্বোচ্চ ২৩ রান করেন ওপেনার রোহান রঙ্গরাজন। আর কেউই দুই অঙ্কের রানের দেখা পাননি।

তিনটি করে উইকেট দখল করেন আব্দুল হালিম ও নাঈম হাসান। শাখাওয়াত হোসেন দু’টি ও একটি উইকেট নেন লেগস্পিনার ইয়াসিন আরাফাত।

টানা দুই ম্যাচ জিতে সেমিফাইনালের পথে বাংলাদেশ অ-১৯ দল। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) টুর্নামেন্টের প্রথম দিনে আফগানদের ১৪৬ রানে গুটিয়ে দিয়ে চার উইকেটের জয়ে দুর্দান্ত শুরু পায় সাকিব-তামিম-মাশরাফিদের উত্তরসূরিরা।

এদিকে, ‘বি’ গ্রুপের অপর ম্যাচে গতবারের রানার্সআপ ‍পাকিস্তানকে ২১ রানে হারিয়ে সেমির দৌড়ে নিজেদের টিকিয়ে রাখলো আফগানিস্তান। আফগানদের ছুঁড়ে দেয়া ২৭৪ রানের লক্ষ্যে খেলতে নেমে পাঁচ বল বাকি থাকতে ২৫২ রানে থামে পাকিস্তানের ইনিংস।

সিঙ্গাপুরের বিপক্ষে দাপুটে জয়ে বোনাস পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ (দুই ম্যাচে ৯ পয়েন্ট)। দুই ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে পাকিস্তান। সমান ম্যাচে চার পয়েন্টে তিনে আফগানিস্তান।

রোববার (১৮ ডিসেম্বর) গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। একই গ্রাউন্ডে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় ম্যাচটি শুরু হবে। একই সময়ে আফগানিস্তানের মুখোমুখি হবে সিঙ্গাপুর।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬/আপডেট-১৮২০ ঘণ্টা
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।