ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

ক্রিকেট

শিরোপা নির্ধারণীতে মুখোমুখি রংপুর ও ময়মনসিংহ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
শিরোপা নির্ধারণীতে মুখোমুখি রংপুর ও ময়মনসিংহ ছবি: সংগৃহীত

জেএফএ অনূর্ধ্ব-১৪ মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে রংপুর জেলা ও ময়মনসিংহ জেলা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রংপুরের প্রতিপক্ষ ছিল ঠাকুরগাঁও। আর ময়মনসিংহ প্রতিপক্ষ হিসেবে পেয়েছিল সাতক্ষীরাকে।

ঢাকা: জেএফএ অনূর্ধ্ব-১৪ মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে রংপুর জেলা ও ময়মনসিংহ জেলা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রংপুরের প্রতিপক্ষ ছিল ঠাকুরগাঁও।

আর ময়মনসিংহ প্রতিপক্ষ হিসেবে পেয়েছিল সাতক্ষীরাকে।

সোমবার (১২ ডিসেম্বর) দিনের প্রথম সেমিফাইনালে রংপুর জেলা টাইব্রেকারে ৩-১ গোলে ঠাকুরগাঁও জেলাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। আর দ্বিতীয় সেমিফাইনালে ময়মনসিংহ জেলা প্রতিপক্ষ সাতক্ষীরা জেলার বিপক্ষে ওয়াকওভার পেয়ে ফাইনালে ওঠে।

বুধবার বিকেল ৩টায় শিরোপা নির্ধারণী ফাইনালে মুখোমুখি হবে রংপুর জেলা ও ময়মনসিংহ জেলা।  

প্রথম সেমিফাইনালে রংপুর জেলার বিপক্ষে ম্যাচের ১১ মিনিটে লিড নেয় ঠাকুরগাঁও জেলা। গোলটি করেন ঠাকুরগাঁও জেলার বেবি। ৩৫ মিনিটে রংপুর জেলার রাবেয়া গোল করে ম্যাচে সমতা ফেরান। নির্ধারিত ৭০ মিনিটেও এই সমতা না ভাঙলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ঠাকুরগাঁও জেলাকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট পায় রংপুর জেলা।

দ্বিতীয় সেমিফাইনালে ময়মনসিংহ জেলার বিপক্ষে সাতক্ষীরা জেলা খেলতে না আসায় ওয়াকওভার পায় বর্তমান চ্যাম্পিয়ন ময়মনসিংহ।

উল্লেখ্য, জেএফএ অনূর্ধ্ব-১৪ জাতীয় মহিলা চ্যাম্পিয়নশিপের চূড়ান্তপর্বে স্থান করে নেওয়া আটটি দলকে দুটি গ্রুপে বিভক্ত করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ‘এ’ গ্রুপে ছিল ময়মনসিংহ জেলা, রংপুর জেলা, নড়াইল জেলা ও নারায়ণগঞ্জ জেলা। ‘বি’ গ্রুপে ছিল খাগড়াছড়ি জেলা, সাতক্ষীরা জেলা, কুষ্টিয়া জেলা ও ঠাকুরগাঁও জেলা।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, ১২ ডিসেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।