ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

ক্রিকেট

দারুণ জয়ে সিরিজ নিজেদের করে নিল ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
দারুণ জয়ে সিরিজ নিজেদের করে নিল ভারত ছবি:সংগৃহীত

ইংল্যান্ডকে এক ইনিংস ও ৩৬ রানে হারিয়ে পাঁচ ম্যাচ টেস্টর চতুর্থটি শেষে ৩-০তে সিরিজ জিতে নিল ভারত। আর দলের এমন জয়ে বিরাট কোহলির অসাধারণ ব্যাটিংয়ের পর ছয় উইকেট নিয়ে ইংলিশদের ইনিংস প্রায় একাই গুঁড়িয়ে দেন রবিচন্দ্রণ অশ্বিন।

ঢাকা: ইংল্যান্ডকে এক ইনিংস ও ৩৬ রানে হারিয়ে পাঁচ ম্যাচ টেস্টর চতুর্থটি শেষে ৩-০তে সিরিজ জিতে নিল ভারত। আর দলের এমন জয়ে বিরাট কোহলির অসাধারণ ব্যাটিংয়ের পর ছয় উইকেট নিয়ে ইংলিশদের ইনিংস প্রায় একাই গুঁড়িয়ে দেন রবিচন্দ্রণ অশ্বিন।

সংক্ষিপ্ত স্কোরঃ
ইংল্যান্ড-৪০০ ও ১৯৫ (৫৫.৩ ওভার)
ভারত-৬৩১

ম্যাচের পঞ্চম দিন ইনিংস ব্যবধানে হার এড়াতে সফরকারীদের আরও ৪৯ রান করতে হতো তবে। হাতে ছিল চার উইকেট। তবে অশ্বিনের স্পিন ঘূর্ণিতে ইনিংস পরাজয়ই হয় অ্যালিস্টার কুকু বাহিনীর। আগের দিনে ৫০ রানে শেষ করা জনি বেয়ারস্টো এদিন মাত্র এক রান করেই সাজ ঘরে ফেরেন।  

জস বাটলার অপরাজিত থাকলেও, ক্রিস ওকস, আদিল রশিদ ও জেমস অ্যান্ডারসনকে একাই ফেরান অশ্বিন। শেষ পর্যন্ত ১৯৫ রানে থামে ইংল্যান্ডের ইনিংস।  

এর আগে ভারতের প্রথম ইনিংসে ২৩৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন অধিনায়ক বিরাট কোহলি। সেই সঙ্গে সেঞ্চুরি আসে ওপেনার মুরালি বিজয় ও জয়ন্ত যাদবের ব্যাট থেকে। ম্যাচ সেরার পুরস্কার ওঠে কোহলির হাতে।

ইংল্যান্ডের বিপক্ষে টানা তিন সিরিজ পর জয় পেল ভারত। সর্বশেষ দলটি ২০০৮-০৯ মৌসুমে ইংলিশদের বিপক্ষে সিরিজ জিতেছিল।  

আগামী ১৬ ডিসেম্বর থেকে চেন্নাইয়ে সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট খেলবে দু’দল।

বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, ১২ ডিসেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।