ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

ক্রিকেট

ভারত সফরে অস্ট্রেলিয়া দলে ম্যাকগ্রা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
ভারত সফরে অস্ট্রেলিয়া দলে ম্যাকগ্রা ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা পেসার গ্লেন ম্যাকগ্রাকে জাতীয় দলে চাইছে দেশটির ক্রিকেট বোর্ড। আগামী বছর ভারত সফর করবে বিশ্ব চ্যাম্পিয়নরা। আর এই সফরে জাতীয় দলের পেসারদের সাহায্য করতে ১৪ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলা ম্যাকগ্রার শরণাপন্ন হচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

ঢাকা: অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা পেসার গ্লেন ম্যাকগ্রাকে জাতীয় দলে চাইছে দেশটির ক্রিকেট বোর্ড। আগামী বছর ভারত সফর করবে বিশ্ব চ্যাম্পিয়নরা।

আর এই সফরে জাতীয় দলের পেসারদের সাহায্য করতে ১৪ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলা ম্যাকগ্রার শরণাপন্ন হচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

আগামী ফেব্রুয়ারিতে ভারত সফরে যাবে অস্ট্রেলিয়া। ভারত সফরে দলের পেস বোলিং পরামর্শদাতা হিসেবে ম্যাকগ্রাকে চায় বোর্ড। বিষয়টি সাবেক অজি পেসার নিজেই জানিয়েছেন।

এর ফলে মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড আর প্যাট কামিন্সদের নিয়ে কাজ করার সুযোগ পাবেন ম্যাকগ্রা। তিনি সংবাদমাধ্যমে জানান, ‘আগামী ভারত সফরে জাতীয় দলের সাথে আমাকে রাখতে চায় বোর্ড। খেলা ছেড়ে দেওয়ার পর আবারো জাতীয় দলের জন্য কিছু করার সুযোগ পাচ্ছি। তবে, এখনও সবকিছু চূড়ান্ত হয়নি। এমনটি হলে আমার বিশ্বাস ভালো কিছুই হবে। ’

ম্যাকগ্রা আরও জানান, ‘ভারতের মাটি পেসারদের জন্য বিশ্বের সবথেকে কঠিন জায়গাগুলোর একটি। আমি বছরের ছয় সপ্তাহ সেখানে এমআরএফ পেস ফাউন্ডেশনের হয়ে কাজ করি। আমি জানি সেখানে পেসারদের কতটা কষ্ট করতে হয়, তাদের কতটা টেকনিক করে উইকেট নিতে হয়। ফাস্ট বোলারদের নিয়ে সেখানে কাজ করায় আমার অনেক অভিজ্ঞতা রয়েছে। ’

অস্ট্রেলিয়ার হয়ে ১২৪টি টেস্ট, ২৫০টি ওয়ানডে ও দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৯৪৯টি আন্তর্জাতিক উইকেট দখল করা অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা পেসার ম্যাকগ্রা আরও জানান, ‘উপমহাদেশে পেসারদের বোলিং করা কতটা কঠিন সেটা ক্রিকেটার থাকা অবস্থায় আমি বুঝতে পেরেছি। আমি জাতীয় দলের পেসারদের নিয়ে যে কোনো জায়গায় কাজ করতে প্রস্তুত। খেলোয়াড় হিসেবে দলকে সেরা সাফল্যগুলো এনে দেয়ার চেষ্টা করেছি। টেকনিক্যাল ব্যাপারগুলো আমার ভালোই জানা আছে। ভারতে তাদের সাথে কাজ করার সুযোগ পেলে আনন্দিত হবো। ’

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ১১ ডিসেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।