ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

ক্রিকেট

ডাবল সেঞ্চুরি করে গ্রেটদের কাতারে কোহলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
ডাবল সেঞ্চুরি করে গ্রেটদের কাতারে কোহলি ছবি:সংগৃহীত

নিজের ক্যারিয়ারে আরও একটি রেকর্ড যোগ করলেন বিরাট কোহলি। মুম্বাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি করেছেন ভারতীয় অধিনায়ক। আর এই কীর্তিতে তিনি নাম লেখালেন ডন ব্র্যাডম্যান, রিকি পন্টিং, মাইকেল ক্লার্ক ও ব্র্যান্ডন ম্যাককালামদের সঙ্গে।

ঢাকা: নিজের ক্যারিয়ারে আরও একটি রেকর্ড যোগ করলেন বিরাট কোহলি। মুম্বাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি করেছেন ভারতীয় অধিনায়ক।

আর এই কীর্তিতে তিনি নাম লেখালেন ডন ব্র্যাডম্যান, রিকি পন্টিং, মাইকেল ক্লার্ক ও ব্র্যান্ডন ম্যাককালামদের সঙ্গে।

২০১৬ সালেই তিনটি ডাবল সেঞ্চুরি এসেছে কোহলির ব্যাট থেকে। এর আগে এক ক্যালেন্ডারইয়ারে ব্র্যাডম্যান (১৯৩০), পন্টিং (২০০৩), ক্লার্ক (২০১২) ও ম্যাককালাম (২০১৪) এমন কীর্তি গড়েছিলেন। তবে ক্লার্ক অবশ্য সর্বোচ্চ চারটি ডাবল সেঞ্চুরি করে সবার ওপরে রয়েছেন।

চলতি বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগায় ২০০, ইন্দোরে নিউজিল্যান্ডের বিপক্ষে ২১১ ও চলমান টেস্টে ২৩৫ রান করেন। তবে কোহলিই একমাত্র ক্রিকেটার যিনি টানা তিন সিরিজে ডাবল সেঞ্চুরির কীর্তি গড়লেন। এদিন ভারতীয় অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রানের ইনিংসও খেলেন তিনি। এর আগে ২০১৩ সালে মাহেন্দ্র সিং ধোনি দলনেতা থাকাকালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২২৪ রান করেছিলেন।

এদিকে চলতি বছর ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়ে কোহলি ২৫০০’র বেশি রান করেছেন। এ নিয়ে ১১তম ব্যাটসম্যান হিসেবে তার এই রেকর্ড। এই রানে আগের সবার অবশ্য বছরে গড় ছিল ৭০। তবে কোহলি এখন পর্যন্ত ৯১.৩২ গড়ে রান তুলেছেন।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, ১১ ডিসেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।