ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

ক্রিকেট

মাশরাফি-মাহমুদউল্লাহ-তামিমদের অস্ট্রেলিয়া যাত্রা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
মাশরাফি-মাহমুদউল্লাহ-তামিমদের অস্ট্রেলিয়া যাত্রা ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, তাসকিন আহমেদসহ ১২ ক্রিকেটার পরশু রাতে রওয়ানা হয়ে গতকাল অস্ট্রেলিয়ার সিডনিতে পৌঁছেছেন। নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে এখানেই হবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনুশীলন ক্যাম্প।

ঢাকা: মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, তাসকিন আহমেদসহ ১২ ক্রিকেটার পরশু রাতে রওয়ানা হয়ে গতকাল অস্ট্রেলিয়ার সিডনিতে পৌঁছেছেন। নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগে এখানেই হবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনুশীলন ক্যাম্প।

২৩ সদস্যের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের মধ্যে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাসহ অন্য ক্রিকেটাররা শনিবার রাত ১০.১০ মিনিটে রওয়ানা হয়েছেন অস্ট্রেলিয়ার উদ্দেশে। সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে চেপে বসেন টাইগাররা।

অস্ট্রেলিয়া যাত্রায় মাশরাফি বিন মর্তুজার সঙ্গী হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, মুমিনুল হক, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, নুরুল হাসান সোহান ও তানভির হায়দার। এদের মধ্যে একমাত্র তামিমই স্ত্রী-সন্তানকে সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়া যাচ্ছেন।

ভিসা জটিলতায় আজ যেতে পারেননি পেসার রুবেল হোসেন ও ব্যাটসম্যান মেহেদি মারুফ। পেসার মোহাম্মদ শহীদ ইনজুরিতে পড়লে দলে আসেন রুবেল হোসেন। বিপিএলে ঢাকা ডায়নামাইটসের হয়ে ব্যাট হাতে ভালো করায় শেষ মুহূর্তে দলে আসেন মারুফ। এ দু’জন সোমবার (১২ ডিসেম্বর) রওয়ানা হবেন বলে জানানো হয়। ব্যক্তিগত কারণে আজ যাননি অলরাউন্ডার সাকিব আল হাসান।   আগামীকাল রাতে রওয়ানা হবেন এ  ক্রিকেটার।

সিডনিতে প্রস্তুতি ক্যাম্প চলাকালীন সময়ে বিগ ব্যাশের দল সিডনি থান্ডার্স ও সিডনি সিক্সার্সের বিপক্ষে প্রস্ততি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী ১৪ ও ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি।

১৮ ডিসেম্বর অস্ট্রেলিয়া থেকে নিউজিল্যান্ডের উদ্দেশে যাত্রা করবে বাংলাদেশে দল। ২২ ডিসেম্বর সেখানে একটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে বাংলাদেশ।   ২৬ ডিসেম্বর ওয়ানডে ম্যাচ দিয়ে মূল সিরিজ শুরু হবে। ২৯ ডিসেম্বর দ্বিতীয় ওয়ানডে। তৃতীয় ওয়ানডে ৩১ ডিসেম্বর।

ওয়ানডের সিরিজের পর শুরু টি-টোয়েন্টি সিরিজ। ০৩ জানুয়ারি প্রথম টি-টোয়েন্টি, ০৬ জানুয়ারি দ্বিতীয় টি-টোয়েন্টি। তৃতীয় টি-টোয়েন্টি ০৮ জানুয়ারি।   ১২ জানুয়ারি শুরু সিরিজের প্রথম টেস্ট। ২০ জানুয়ারি দ্বিতীয় ও শেষ টেস্ট।

অস্ট্রেলিয়ায় অনুশীলন ক্যাম্পের জন্য বাংলাদেশ দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, শুভাগত হোম, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, মাশরাফি মর্তুজা, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, শুভাশিস রায়, রুবেল হোসেন, এবাদত হোসেন, মেহেদি মারুফ ও তানভির হায়দার।

স্ট্যান্ডবাই: শাহরিয়ার নাফীস, আব্দুল মজিদ, লিটন কুমার দাস, মোশাররফ হোসেন, আল আমিন হোসেন, আলাউদ্দিন বাবু, নাসির হোসেন।

বাংলাদেশ সময়: ২২৩৫ ঘণ্টা, ১০ ডিসেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।