ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

ক্রিকেট

বিজয়-পুঁজারার ব্যাটে ভারতের জবাব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৬
বিজয়-পুঁজারার ব্যাটে ভারতের জবাব ছবি:সংগৃহীত

আগের দুই ম্যাচের ব্যর্থতা ভুলে মুম্বাইয়ে চতুর্থ টেস্টে ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে দ্বিতীয় দিনে ৪০০ রান করে সবকটি উইকেট হারিয়েছে দলটি। এ নিয়ে ওয়াংখেড়ে মাঠে টানা তিন টেস্টের প্রথম ইনিংসে চারশ’র বেশি রান করার নজির গড়লো সফরকারীরা। আগের দুটি ছিল যথাক্রমে ২০০৬ ও ২০১২ সালে।

ঢাকা: আগের দুই ম্যাচের ব্যর্থতা ভুলে মুম্বাইয়ে চতুর্থ টেস্টে ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে দ্বিতীয় দিনে ৪০০ রান করে সবকটি উইকেট হারিয়েছে দলটি।

এ নিয়ে ওয়াংখেড়ে মাঠে টানা তিন টেস্টের প্রথম ইনিংসে চারশ’র বেশি রান করার নজির গড়লো সফরকারীরা। আগের দুটি ছিল যথাক্রমে ২০০৬ ও ২০১২ সালে।

ভারতের জবাবটা অবশ্য ছিল বেশ শক্তই। দ্বিতীয় দিন শেষে মাত্র এক উইকেট হারিয়ে ১৪৬ রান করে মাঠ ছেড়েছে বিরাট কোহলির দল। তবে এখনও স্বাগতিকরা ২৫৪ রানে পিছিয়ে আছে। হাতে আছে নয় উইকেট।

ইংলিশদের প্রথম ইনিংসের জবাবে শুরুটা দেখেশুনেই করে ভারতীয় দুই ওপেনার। তবে দলীয় ৩৯ রানে ইনজুরি থেকে ফেরা লোকেশ রাহুলকে ২৪ রানে বোল্ড করেন মঈন আলী। কিন্তু দিনের বাকি সময় আর কোনো সাফল্যই পায়নি অ্যালিস্টার কুক বাহিনী। দাপট দেখিয়ে ব্যাট করে যান মুরালি বিজয় ও চেতশ্বর পুঁজারা। ৭০ রানে অপরাজিত থাকেন বিজয়। আর ৪৭ রানে মাঠ ছাড়েন পুঁজারা।

এর আগে প্রথম দিনে ২৮৮ রানে পাঁচ উইকেট হারানো ইংল্যান্ড দ্বিতীয় দিন ১১২ রান যোগ করতেই বাকি উইকেট হারায়। দলকে একাই টেনে নিয়ে যান জস বাটলার। ৭৬ রান করে তিনি রবিন্দ্র জাদেজার বলে বোল্ড হন। আগের দিনেই আউট হয়ে যাওয়া অভিষিক্ত ওপেনার কিয়েটন জেনিংসের ব্যাট থেকে এসেছিল সর্বোচ্চ ১১২ রান।

ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ ছয় উইকেট পান রবিচন্দ্রন ‍অশ্বিন। বাকি চার উইকেট দখল করেন জাদেজা। এদিন ২৩তম বারের মতো পাঁচ বা তার বেশি উইকেট পেয়ে স্বদেশী কিংবদন্তি কপিল দেবের পাশে নাম লেখান অশ্বিন। এ দু’জনই এখন ভারতের সর্বোচ্চ পাঁচ উইকেট শিকারির তালিকায় তৃতীয় অবস্থানে আছেন। সর্বোচ্চ ৩৫বার নিয়েছেন বর্তমানে দলের কোচ অনিল কুম্বলে। আর ২৫বার নিয়ে দ্বিতীয়স্থানে আছেন হরভজন সিং।

পাঁচ ম্যাচ সিরিজে ইতোমধ্যে ২-০তে এগিয়ে আছে ভারত।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, ০৯ ডিসেম্বর, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।