ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

ক্রিকেট

ফাইনালে দুটি মাইলফলকের সামনে সাকিব

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৬
ফাইনালে দুটি মাইলফলকের সামনে সাকিব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাকিব আল হাসানের ক্ষেত্রে ব্যাপারটা নিয়মিত হয়ে গেছে। কিছুদিন পর পরই এ অলরাউন্ডারের সামনে থাকে নতুন মাইলফলক আর অর্জনের হাতছানি। বিপিএলের ফাইনালে আজ দুটি মাইলফলকের সামনে সাকিব।

মিরপুর থেকে: সাকিব আল হাসানের ক্ষেত্রে ব্যাপারটা নিয়মিত হয়ে গেছে। কিছুদিন পর পরই এ অলরাউন্ডারের সামনে থাকে নতুন মাইলফলক আর অর্জনের হাতছানি।

বিপিএলের ফাইনালে আজ দুটি মাইলফলকের সামনে সাকিব।

বল হাতে রাজশাহী কিংসের বিপক্ষে ফাইনাল ম্যাচে দুটি উইকেট নিতে পারলে বিপিএলের চার আসর মিলে সর্বোচ্চ উইকেট শিকারি হবেন ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান। আর ব্যাট হাতে নামের পাশে ৪১ রান যোগ করতে পারলে চতুর্থ ক্রিকেটার হিসেবে এক হাজার রান পূর্ন হবে এ বাঁহাতির।

বিপিএলের তিন আসর খেলা ক্যারিবীয়ান পেসার কেভিন কুপার ৩৭ ম্যাচে ৬০ উইকেট নিয়ে আছেন সবার শীর্ষে। বিপিএলের গত আসরে খুলনা টাইটানসের হয়ে ৮ ম্যাচে নিয়েছেন ১১ উইকেট। বরিশাল বুলসের হয়ে গত আসরে সর্বোচ্চ ২২ উইকেট নিয়ে এগিয়ে যান কুপার।  

চার আসর খেলা সাকিবের ৪৭ ম্যাচে উইকেট ৫৯টি। আর দুটি উইকেট পেলে কুপারকে টপকে যাবেন সাকিব।

ব্যাট হাতে ৪৭ ম্যাচে ৪৬ ইনিংসে ব্যাট করা সাকিবের রান ৯৫৯। আজ ৪১ রান যোগ করতে পারলে মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ ও তামিম ইকবালের পর এক হাজারি ক্লাবে যোগ দেবেন সাকিব। তিন ব্যাটসম্যানই বিপিএলের চলতি আসরে মাইলফলক স্পর্শ করেছেন। এবার পালা সাকিবের।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, ০৯ ডিসেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।