ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ব্যাকআপ প্লেয়ার নেই, ভাবনায় মাশরাফি (ভিডিওসহ)

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৪ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৬
ব্যাকআপ প্লেয়ার নেই, ভাবনায় মাশরাফি (ভিডিওসহ) ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাকিব-তামিমের বদলি খেলোয়াড় বাংলাদেশের ক্রিকেটে কে কে হতে পারেন? কেউ কি আছেন যারা সাকিব-তামিম কোনো কারণে ইনজুরিতে আক্রান্ত হলে বা অন্য কোনো কারণে দলে না থাকলে তাদের অভাব পূরণ করতে পারবেন? নিশ্চয়ই না। কেন বললাম এ কথা?

মিরপুর থেকে: সাকিব-তামিমের বদলি খেলোয়াড় বাংলাদেশের ক্রিকেটে কে কে হতে পারেন? কেউ কি আছেন যারা সাকিব-তামিম কোনো কারণে ইনজুরিতে আক্রান্ত হলে বা অন্য কোনো কারণে দলে না থাকলে তাদের অভাব পূরণ করতে পারবেন? নিশ্চয়ই না। কেন বললাম এ কথা?

বিপিএলের চতুর্থ আসর খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েন পেসার শফিউল ইসলাম আর মোহাম্মদ শহীদ।

চোট পেয়েছেন হাঁটুতে। ফলে এ মাসের শেষ সপ্তাহ থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে একজনও খেলতে পারছেন না। মোহাম্মদ শহীদের বদলি হিসেবে নিউজিল্যান্ড যাচ্ছেন রুবেল হোসেন। আর শফিউলের বদলি হিসেবে ২২ সদস্যের টাইগার দলে ডাক পেয়েছেন কামরুল ইসলাম রাব্বি।

শহীদের বদলি রুবেল, সেটা না হয় মেনে নেয়া যায়। নিউজিল্যান্ডের মাটিতে অভিজ্ঞ রুবেল। দলটির বিপক্ষে তার ট্র্যাক রেকর্ডও ভালো। তাছাড়া বিপিএলেও আছে ১৫টি উইকেট তুলে নেওয়ার মতো সাম্প্রতিক ফর্ম। কিন্তু টাইগারদের অভিজ্ঞ পেসার শফিউলের বদলি হিসেবে যে কামরুল ইসলাম রাব্বি দলে ডাক পেয়েছেন, শফিউলের বদলি হিসেবে তিনি কতটা পারঙ্গম বা ঠিক, সেটা নিয়ে কিন্তু শঙ্কা রয়েই গেছে। একই শঙ্কায় আছেন বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

শুক্রবার (৯ ডিসেম্বর) নিউজিল্যান্ড সফরপূর্ব সংবাদ সম্মেলনে এসে এমন শঙ্কার কথা জানান টাইগার দলপতি। দুই পেসার শফিউল ও শহীদের ইনজুরিতে তিনি রীতিমতো ভাবনায় পড়ে গেছেন। মাশরাফি জানান, ‘ইনজুরি যে কোনো প্লেয়ার বা দলের জন্য সব সময়ই খারাপ। এখন আমরা মনে করি বা প্রায়ই শুনি আমাদের ব্যাকআপ প্লেয়ার  অনেক। কিন্তু আমি আসলে ব্যাকআপ প্লেয়ার দেখি না। আমার চোখে ব্যাকআপ প্লেয়ার নেই। আপনি যদি সাকিবের বদলি কাউকে খেলাতে চান, পাবেন না। তামিমের ক্ষেত্রেও তাই। শফিউল খুব ভালো ফর্মে ছিল। এটা অবশ্যই আমাদের জন্য এবং একটি প্লেয়ারের জন্যও খারাপ। আমাদের ব্যাকআপ তৈরি হচ্ছে। ওই পর্যায়ে আসতে সময় লাগবে। এই মুহূর্তে ইনজুরি গুলো আমাদের ভাবায় আর যারা টপ ফর্মে আছে তাদের ইনজুরিগুলো দলে খুবই প্রভাব ফেলে। ’

একজন গুরুত্বপূর্ণ প্লেয়ারের ইনজুরি একটি দলের উপরে কতটা বাজে প্রভাব ফেলতে পারে তার উদাহরণ মাশরাফি দিলেন টাইগার বোলিং ওয়ান্ডার মোস্তাফিজকে দিয়ে, ‘মোস্তাফিজের ইনজুরিটা আমাদের দলের জন্য ভীষণ ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছিল। কেননা সে ইনজুরিতে না থাকলে আমরা হয়তো ইংল্যান্ডের বিপক্ষে দুইটা টেস্ট ও ওয়ানডে সিরিজ জিততে পারতাম। এই জায়গাগুলোতে আমাদের সেরা প্লেয়ারগুলোর ঠিক থাকা খুব জরুরি। ’

তারপরেও দলে যারা আছেন, তাদের নিয়েই নিউজিল্যান্ড সফরে দেশকে দারুণ কিছু দিতে চাইছেন মাশরাফি।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ৯ ডিসেম্বর ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।